ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যশোরে পিকনিক বাস উল্টে এক শিক্ষক ও দুই ছাত্রীসহ ৪ জন নিহত, আহত ২০

প্রকাশিত: ০৮:১৭, ২৬ জানুয়ারি ২০১৭

যশোরে পিকনিক বাস উল্টে এক শিক্ষক ও দুই ছাত্রীসহ ৪ জন নিহত, আহত ২০

স্টাফ রিপোর্টার, যশোর ॥ জেলার চৌগাছা-পুড়াপাড়া সড়কের দানবাক্স এলাকায় বুধবার রাত সোয়া নয়টার দিকে একটি স্কুলের পিকনিকের বাস উল্টে দুই ছাত্রী, এক শিক্ষক ও বাসের হেলপার নিহত এবং অন্তত ২০ আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। বাসটিতে চৌগাছার রামকৃষ্ণপুর হাইস্কুলের পিকনিকগামী শিক্ষার্থীরা ছিল। চৌগাছা থানার ওসি এম মসিউর রহমান বলছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আহত ২০ জনের মধ্য থেকে গুরুতর আহত অন্তত ১০জনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুই ছাত্রীর মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। আহতরা বলছেন, দিনাজপুরের স্বপ্নপুরী পিকনিক স্পটে যাওয়ার জন্য রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে গাড়িটি (ময়মনসিংহ-ব-০০৫-০১০) রাত নয়টার কিছু আগে রওনা হয়। রাত সোয়া নয়টার দিকে গাড়িটি দানবাক্স এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি তালগাছে ধাক্কা দেয়। এর পরই গাড়িটি উল্টে যায়।
×