ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পুঁজি বড় বাধা

প্রকাশিত: ০৬:২৪, ২১ জানুয়ারি ২০১৭

পুঁজি বড় বাধা

জয়পুরহাট জেলায় শত শত কুমার পরিবার নানা সমস্যায় তাদের পেশা মৃৎশিল্প নির্ভর জীবন জীবিকা পাল্টে ফেলছে। আবার অনেকে ৭১-এর স্বাধীনতা যুদ্ধ ও ৭৫-এর বঙ্গবন্ধু হত্যার পর নির্যাতনের প্রেক্ষিতে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। জয়পুরহাট জেলায় শতাধিক মেলা বছরের বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হলেও মেলা কেন্দ্রিক কুমারদের ব্যবসা খুব সীমিত আকারে হয়। কুটির শিল্পের বড় মাধ্যম কুমারদের মৃৎশিল্প এখানে মুখ থুবড়ে পড়েছে। বিসিক মৃৎশিল্প কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের প্রসারে কোন ভূমিকা রাখছে না, অভিযোগ মৃৎশিল্পীদের। সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়নের তেঘর বিশা গ্রামে স্বাধীনতার পূর্বে দুই শ’ পরিবার, কড়ই-কাদিপুর গ্রামে দুই শ’ পরিবার, মাধাইনগর গ্রামের শতাধিক পরিবার, জামালপুর গ্রামে দেড় শতাধিক পরিবার, নারায়ণপাড়া গ্রামে ২০টি পরিবার, ক্ষেতলাল উপজেলার হাটশহর গ্রামে এক শ’ পরিবার, আক্কেলপুরের কাশিরা গ্রামে শতাধিক কুমার পরিবার মৃৎশিল্পের সঙ্গে জড়িত ছিল। বর্তমানে এই সব গ্রামে তিন শতাধিক কুমার বসবাস করছে। এদের সংখ্যা কমে যাওয়ায় এই শিল্পের বিকাশ বন্ধ হয়ে গেছে। Ñতপন কুমার খাঁ, জয়পুরহাট থেকে
×