ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুমন্ত গুপ্ত

মিমের নতুন ছবি ‘আমি তোমার হতে চাই’

প্রকাশিত: ০৬:২৪, ৫ জানুয়ারি ২০১৭

মিমের নতুন ছবি  ‘আমি তোমার হতে চাই’

লাক্স তারকা খ্যাতি অর্জন করার পর অনেকটা পথ সফলতার সঙ্গেই পাড়ি দিয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এরই মধ্যে বেশ কিছু ছবিতে অভিনয় করে পেয়েছেন ব্যাপক দর্শকপ্রিয়তা। রাজশাহী জেলার বাঘা উপজেলায় ১০ নবেম্বর, ১৯৮৯ সালে জন্মগ্রহণ করেন। মিমের বাবা বিরেন্দ্র নাথ সাহা একজন শিক্ষক এবং মা ছবি সাহা একজন গৃহিণী। বাবা সরকারী কলেজের শিক্ষক হওয়ায় বিভিন্ন জেলায় ঘুরে বড় হয়েছেন মিম। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় এসেছিলেন মা-বাবার অনুপ্রেরণায়। হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয় করে মীম সবার নজরে আসেন। এই চলচ্চিত্রে অভিনয় করে তিনি মেরিল-প্রথম আলো পুরস্কার-এ সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পীর পুরস্কার লাভ করেন। পরের বছর ২০০৯ সালে মীম অভিনয় করেন জাকির হোসেন রাজু পরিচালিত আমার প্রাণের প্রিয়া ছায়াছবিতে। যাতে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। এই ছায়াছবির জন্য তিনি মেরিল-প্রথম আলো পুরস্কার-এ তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পীর পুরস্কারের জন্য মনোনীত হন। এর সঙ্গে সঙ্গে মীম ছোটপর্দায় বেশকিছু নাটকেও নিয়মিত অভিনয় করেন। এরপর লম্বা বিরতি নিয়ে ২০১৪ সালে পহেলা বৈশাখে খালিদ মাহমুদ মিঠু পরিচালিত জোনাকির আলো মুক্তি পায়। ত্রিভুজ প্রেমের গল্পে তার বিপরীতে অভিনয় করেন মামনুন হাসান ইমন ও কল্যাণ কোরাইয়া। ছায়াছবিটি ব্যবসায়িক সফলতার মুখ না দেখলেও তার গ্ল্যামার প্রশংসিত হয়। এই চলচ্চিত্রে সমাজকর্মী ‘কবিতা’ চরিত্রে অভিনয়ের জন্য তিনি ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমীর সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। এরপর মুক্তি পায় তার পরবর্তী ছায়াছবি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তারকাঁটা’। এতে তার সঙ্গে আরও অভিনয় করেন আরিফিন শুভ ও মৌসুমী। ছবিটি দিয়ে বিদ্যা সিনহা মীম আবার লাইমলাইটে আসেন। ২০১৫ সালের ঈদুল ফিতরে মীমের বহুল প্রতীক্ষিত ছবি ‘পদ্ম পাতার জল’ মুক্তি পায়। ছবিটি কমসংখ্যক হলে মুক্তি পেলেও ভাল ব্যবসা করেছে। তাছাড়া মীম যৌথ প্রযোজনার ছায়াছবি ব্ল্যাক-এ অভিনয় করেছেন। ছবিটি ২০১৫ সালের ২৭ নবেম্বর ভারতে ও ৪ ডিসেম্বর বাংলাদেশে প্রায় ২০০টি হলে মুক্তি পায়। রাজা চন্দ পরিচালিত এই ছায়াছবিতে তার বিপরীতে অভিনয় করেন কলকাতার জনপ্রিয় নায়ক সোহম চক্রবর্তী। ২০১৬ সালে ভালবাসা দিবসে মুক্তি পায় মীম অভিনীত সুইট হার্ট। ছায়াছবিটি পরিচালনা করেন শাহীন-সুমন পরিচালক জুটির ওয়াজেদ আলী সুমন। এতে তার বিপরীতে অভিনয় করেন বাপ্পি চৌধুরী । এই বছর মুক্তি পাচ্ছে চারটি চলচ্চিত্র এগুলো হচ্ছে তারেক শিকদারের ‘দাগ’, তানিয়া আহমেদের ‘ভালবাসা এমনই হয়’ সৈকত নাসিরের ‘পাষাণ’ এবং অনন্য মামুনের ‘আমি তোমার হতে চাই’। অভিনেত্রী তানিয়া আহমেদের প্রথম নির্মিত চলচ্চিত্র ‘ভালবাসা এমনই হয়’। সম্পূর্ণ লন্ডনে চিত্রায়িত ও নির্মিত এ ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। এ ছবিতে অভিনয় করেছেন- বিদ্যা সিনহা মিম, সাজ্জাদ, মীর সাব্বির, তানজিকা আমিন, মিশু সাব্বির, রবার্ট ইয়ং, সোহেল খান, তারিক আনাম খান প্রমুখ। কাহিনী, সংলাপ ও রচনায় রায়হান খান এবং নৃত্য পরিচালনা, চিত্রনাট্য, পরিচালনা করেছেন তানিয়া আহমেদ। চিত্রগ্রহণে রায়হান খান ও হাবিবুল মঞ্জির। মিমের আঁকা একটি ছবি দেখে মুগ্ধ হন প্রবাসী বাপ্পি। তারপর সেই চিত্রশিল্পীর খোঁজেই দেশে আসেন তিনি। কিন্তু প্রথম সাক্ষাতে মিমের গালে লেগে থাকা রঙের দাগ বাপ্পির নজরে আসে। এমনই গল্পে নির্মিত হবে তারেক সিকদারের পরিচালনায় ‘দাগ’ ছবিটি।কামাল আহমেদের গল্প অবলম্বনে ছবিটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন গীতিকার রফিকুজ্জামান। ‘দাগ’ চলচ্চিত্রে বাপ্পি মিম ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন অরুণা বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ, সেলিম রেজা প্রমুখ। ক্যারিয়ারের দশ নম্বর ছবি ‘পাষাণ’। এখানে মিমকে দেখা যাবে একজন সাংবাদিকের চরিত্রে। সৈকত নাসিরের পরিচালনায় ছবিটিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার ওম। এতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, মিজু আহমেদ, আমীর সিরাজি, শিমুল খান, সাব্বির সিদ্দিকি প্রমুখ। চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম জুটির নতুন ছবি ‘আমি তোমার হতে চাই। এর পরিচালক অনন্য মামুন জানান, একজন গ্যাংস্টারের জীবন বদলে যাওয়ার গল্প নিয়ে সাজানো হয়েছে এটি। এতে আরও অভিনয় করেছেন জন, দীপালি, মিশা সওদাগর প্রমুখ। এ ছাড়া একটি আইটেম গানে নেচেছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। ছবিটির গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ, শফিক তুহিন, আহম্মেদ হুমায়ূন, নাভেদ পারভেজ ও অধ্যয়ন-রূপক। গানে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ, মমতাজ, আহম্মেদ হুমায়ূন, তাসিন, শত্রুজিৎ, রশ্মি দে ও এসকিন। নৃত্য পরিচালনা করেছেন তানজিল ও আরিফ- রোহান। ছবি : আরিফ আহমেদ
×