ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বছরজুড়ে মঞ্চের যত নতুন নাটক

প্রকাশিত: ০৫:৪৫, ৩১ ডিসেম্বর ২০১৬

বছরজুড়ে মঞ্চের যত নতুন নাটক

সাজু আহমেদ ॥ প্রতি বছরের মতো ২০১৬ সালেও ঢাকার মঞ্চে অনেক নতুন নাটক মঞ্চে এসেছে। যার বেশিরভাগই দর্শক সমাদৃত হয়েছে। নতুন নাটক ছাড়াও এ বছর আলোচনায় ছিল বেশ কয়েকটি নাট্যোৎসব। বিশেষ করে বছরের শুরুর দিকে মহিলা সমিতি মঞ্চে ‘ভাঙাগড়া নাট্যোৎসব’, ‘গঙ্গা যমুনা নাট্যোৎসব’ এবং বছরের শেষের দিকে ‘বটতলার রঙ্গমেলা’, ‘আইটিআই নাট্যোৎসব’, নাট্যতীর্থের ‘সুন্দরী নাট্যমেলা’ এবং ‘মণিপুরি থিয়েটারের ২০ বছর পূর্তি উৎসব’ আয়োজন ছিল অন্যতম আলোচনার বিষয়। এছাড়া এবার বেশ কয়েকটি নাট্যদল বিদেশে নাটক মঞ্চায়ন করে দেশের জন্য সুনাম বয়ে এনেছে। এ বছর বেইলি রোডের মহিলা সমিতি মঞ্চ ‘ভাঙাগড়া নাট্যোৎসব’ দিয়ে এর পুনঃযাত্রা শুরু হয়। সব মিলে মঞ্চনাটকের জন্য একটি ভাল বছর ছিল ২০১৬ সাল। এ বছর ঢাকার মঞ্চে আসা আলোচিত নাটক নিয়ে এ প্রতিবেদন। ‘পুতুল নাটক’ ॥ ২৯ জানুয়ারি উদ্বোধনী মঞ্চায়ন হয় প্রাচ্যনাটের প্রযোজনায় নাটক ‘পুতুল নাটক’। নাটকটির মূল ভাবনা ও নির্দেশনায় ছিলেন রফিকুল ইসলাম। প্রাঙ্গণেমোর ৩টি নাটক ॥ দেশের নন্দিত নাট্য সংগঠন প্রাঙ্গণেমোর ১১ ফেব্রুয়ারি মঞ্চে আনে নুনা আফরোজের রচনা ও নির্দেশিত নাটক ‘আমি ও রবীন্দ্রনাথ’। মাত্র ১ মাস ১৯ দিনের ব্যবধানে ১ এপ্রিল অনন্ত হীরার রচনা এবং আউয়াল রেজার নির্দেশনায় মঞ্চে আসে ‘কনডেমন্ড সেল’। এর ১ মাস ২১ দিনের ব্যবধানে ২৪ মে মঞ্চে আনে শিশির রহমানের রচনা ও নির্দেশনায় ‘বিবাদী সারগাম’। ‘ঊর্ণাজাল’ ও ‘অলিখিত উপাখ্যান’ ॥ বাতিঘরের ‘ঊর্ণাজাল’ নাটকটি মঞ্চে আসে এ বছরের ৩১ জানুয়ারি। এছাড়া বাতিঘরের দ্বিতীয় প্রযোজনা ‘অলিখিত উপাখ্যান’ মঞ্চে আসে এবছর। রিজিয়া রহমানের উপন্যাস অবলম্বনে নাটকটি নাট্যরূপ এবং নির্দেশনা দেন মুক্তনীল। ‘শিকারী’ ॥ পথনাটক পরিষদের উদ্যোগে ৫ এপ্রিল মঞ্চে আসে ধর্ষণ ও হত্যাবিরোধী নাটক ‘শিকারী’। মান্নান হীরার রচনায় নাটকটি নির্দেশনা দেন নাসির উদ্দিন ইউসুফ। ‘গহনযাত্রা’ ॥ পদাতিক নাট্য সংসদের ‘গহনযাত্রা’ মঞ্চে আসে ১৬ জুলাই। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হয়। রুবাইয়াৎ আহমেদ রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। নাটকে একক অভিনয় করেন পদাতিক নাট্য সংসদের সিনিয়র সদস্য সৈয়দা শামসি আরা সায়েকা। ‘মহাবিদ্যা’ ॥ নতুন দল কিসসা কাহিনী ১৯ নবেম্বর মঞ্চে আনে তাদের দ্বিতীয় প্রযোজনা নতুন নাটক ‘মহাবিদ্যা’। মহিলা সমিতি মিলনায়তনে নাটকটি উদ্বোধনী মঞ্চায়ন হয়। মনোজমিত্র রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন এনামতারা সাকী। ‘হেলেন কেলার’ ॥ স্বপ্নদলের একক অভিনয়ের নাটক ‘হেলেন কেলার‘ মঞ্চে আসে এ বছর ৯ ডিসেম্বর। শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। বিশ্ববিখ্যাত চরিত্র হেলেন কিলারের জীবনী অবলম্বনে নাটকটি রচনা করেছেন অপুর্ব কুমার কু-ু, নির্দেশনাদিয়েছেন জাহিদ রিপন। নাটকে একক অভিনয় করেছেন দলে সিনিয়র সদস্য জুয়েনা শবনম। ‘মুনীর চৌধুরী’ ॥ প্রবীর দত্তর রচনা ও নির্দেশনায় মঞ্চে আসে থিয়েটার অঙ্গনের নাটক ‘মুনীর চৌধুরী’। ‘প্রণয় যমুনা’ ॥ সুবচন নাট্য সংসদের ৩৭তম প্রযোজনা ‘প্রণয় যমুনা’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হয় এ বছর ২ সেপ্টেম্বর। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চায়ন হয়। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘রাধাকৃষ্ণ’ উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন আসাদুল ইসলাম। নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। ‘রাজার চিঠি’ ॥ জাগরণী থিয়েটারের ১৫তম প্রযোজনা ‘রাজার চিঠি’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হয় ২১ অক্টোবর। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির মঞ্চায়ন হয়। মাহফুজা হিলালী রচিত ‘রাজার চিঠি’ নাটকটি নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ। নাটকের আলোক পরিকল্পনা ঠান্ডু রায়হান, নৃত্যনির্মিত অনিকেত পাল, পোশাক পরিকল্পনা এনাম তারা সাকী, আবহসঙ্গীত রামীজ রাজু ও সোয়েব হাসনাত মিতুল। ‘ক্রাচের কর্নেল’ ॥ বটতলার ‘ক্রাচের কর্নেল’ নাটকটি মঞ্চে আসে এ বছর ১ ডিসেম্বর। ওইদিন মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। প্রয়াত কর্নেল তাহেরের জীবনীকে উপজীব্য করে কথাসাহিত্যিক শাহাদুজ্জামান লিখেছেন উপন্যাস ‘ক্রাচের কর্নেল’। সৌম্য সরকার ও সামিনা লুৎফা নিত্রার নাট্যরূপায়নে প্রযোজনাটি নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। ‘আমি রফিক বলছি’ ॥ ১৪ ডিসেম্বর মঞ্চে আসে ঢাকা প্রসেনিয়াম থিয়েটারের মুক্তযুদ্ধ ভিত্তিক প্রযোজনা একক নাটক ‘আমি রফিক বলছি’। ওপার বাংলার নাট্যকার মানিক রায় চৌধুরী রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন গাজী জাহাঙ্গীর। নাটকটির নির্বাহী প্রযোজক লায়ন ভূইয়া মোহাম্মদ রাশেদ। নাটকে একক অভিনয় করেছেন মঞ্চদাসখ্যাত অভিনেতা রফিক নটবর। ‘কালচৌতিশা’ ॥ সাধনা প্রযোজিত ‘কালচৌতিশা’ নাটকটি মঞ্চে আসে ২০ ডিসেম্বর। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে ওইদিন নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। নাটকটি রচনা করেছেন শাহমান মৈশান। নির্দেশনা দেন রিয়াজ মাহমুদ। শিল্প-নির্দেশনায় রয়েছেন লুবনা মারিয়াম। ‘মর্ষকাম’ ॥ থিয়েটার আর্ট ইউনিট প্রযোজিত আনিকা মাহিন একা রচিত ‘মর্ষকাম’ নাটকটি মঞ্চে আসে ১ নবেম্বর। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। নাটকের নির্দেশনায় ছিলেন রোকেয়া রফিক বেবী। ‘যযাতি’ ॥ সময় নাট্যদলের ‘যযাতি’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হয় ২৯ ডিসেম্বর কলকাতায়। অনিক আয়োজিত ১৮তম গঙ্গা-যমুনা নাট্যোৎসবে ৩০তম প্রযোজনা ‘যযাতি’ নাটকের মঞ্চায়ন হয়। একাডেমি অব ফাইন আর্টস মঞ্চে ‘যযাতি’ নাটকটির প্রদর্শনী হয়। প্রখ্যাত নাট্যকার গিরিশ কারনাডের ‘যযাতি’ নাটকটির ভাষান্তর করেছেন সলীল চৌধুরী। নির্দেশনা দিয়েছেন সময় নাট্যদলের প্রধান আকতারুজ্জামান। পঙ্কজ নিনাদের মঞ্চ পরিকল্পনায় ‘যযাতি’ নাটকটির আবহসঙ্গীত পরিকল্পনা করেছেন ইউসুফ হাসান অর্ক। নাটকের পোশাক পরিকল্পনা করেছেন মানসুরা আক্তার লাভলী এবং আলোক পরিকল্পনা করেছেন আলমগীর হোসেন। এছাড়া ২২ জানুয়ারি মণিপুরি থিয়েটার মঞ্চে আনে ‘ইঙাল আঁধার পালা’, ২৬ জানুয়ারি ভারতের আন্তর্জাতিক নাট্যোৎসবে ‘মানুষ’। ২৯ জানুয়ারি মঞ্চে আসে ‘প্রলম্বিত প্রহর’, ১৩ মে মঞ্চে আসে সামিউন জাহান দোলা রচিত ও একক অভিনীত নাটক ‘নভেরা’, আরণ্যকের ‘দি জুবলী হোটেল’, মহাকালের ‘শিবাণী সুন্দরী’, ২ ফেব্রুয়ারি লোকনাট্যদল সিদ্ধেশ্বরীর ‘সোনাই-মাধব’, একইদিনে ঢাবির নাট্যমন্ডপে আসে শাহমান মৈশানের নাটক ‘প্রকৃতি, চিত্রা ও অমলের চাড়ালনামা’। থিয়েটার ৫২ নামে একটি নাট্যদল তাদের প্রথম প্রযোজনা হিসেবে মঞ্চে আনে ‘নননপুরের মেলায় একজন কমলা সুন্দরী ও একটি বাঘ আসে’। বদরুজ্জামান আলমগীরের রচনায় নাটকটি নির্দেশনা দেন জয়িতা মহলানবীশ। ঢাকার অদূরের নাট্যসংগঠন নাট্যভূমি মঞ্চে আনে নতুন প্রযোজনা ‘রাজাবলি’। ড. মুকিদ চৌধুরীর রচনায় নাটকটি নির্দেশনায় শাহজাহান শোভন। এছাড়া ড. মুকিদ চৌধুরীর রচনা ও নিদের্শনায় ‘একটি আষাঢ়ে স্বপ্ন’ নামে নতুন নাটক মঞ্চে আনে শায়েস্তাগঞ্জ থিয়েটার। উত্তরবঙ্গের নাট্যদল বগুড়া থিয়েটার এ বছর মঞ্চে আনে তাদের নতুন নাটক ‘দাওয়াত’।
×