ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফৌজদারি তদন্তের মুখে নেতানিয়াহু

প্রকাশিত: ০৫:৫৬, ৩০ ডিসেম্বর ২০১৬

ফৌজদারি তদন্তের মুখে নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সম্পৃক্ত দুটি বিষয়ের ফৌজদারি তদন্ত শুরু করতে পুলিশকে নির্দেশ দিয়েছে দেশটির এ্যাটর্নি জেনারেল এ্যাভিচাই মানডেলব্লিট। তবে বিষয় দুটি সম্পর্কে কিছু বলা হয়নি। দেশটির চ্যানেল ১০ টেলিভিশন এ খবর জানিয়েছে। খবর গার্ডিয়ানের। ইসরাইলের বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র এ রিপোর্টের ব্যাপারে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন। এর আগে জার্মানি থেকে সাবমেরিন কেনার সময় কোন ভুলের কথা অস্বীকার করেছেন নেতানিয়াহু। তবে যেখানে মিডিয়া তার (নেতানিয়াহু) আইনজীবীর সম্পৃক্ততার বিষয়ে রিপোর্ট করেছে। এদিকে দুটি মামলার মধ্যে একটি জনসাধারণের জানা ছিল না। গত দুই দশকের বেশি সময় ধরে অভিযোগের ধারাবাহিক বিষয় হয়ে দাঁড়িয়েছেন নেতানিয়াহু ও তার পরিবার।
×