ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদক ও অশ্লীলতা বন্ধের দাবিতে সড়ক অবরোধ

প্রকাশিত: ০৬:০২, ২৮ ডিসেম্বর ২০১৬

মাদক ও অশ্লীলতা বন্ধের দাবিতে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার,বগুড়া অফিস ॥ জুয়া হাউজি ও অশ্লীল নৃত্যগানের আসর বন্ধসহ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন, গণসচেতনতা তৈরি এবং মাদককারবারি চক্রের তৎপরতা বন্ধে মঙ্গলবার বগুড়ায় ২ঘণ্টা সড়ক অবরোধ হয়েছে। আওয়ামী যুবলীগ বগুড়া জেলা শাখা আয়োজিত এই কর্মসূচীতে একত্মতা জানিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন যুব, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিজয় মেলার নামে বগুড়ার বেসরকারী সংস্থা টিএমএসএস’র আয়োজনে জুয়ার হাউজি ও অশ্লীল নৃত্যগানের আসর শুরু হওয়ার পর থেকে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ ও নিন্দার ঝড় ওঠে। এছাড়াও বগুড়ার কয়েকটি স্থানে জুয়ার আসর ও জুয়ার আসর স্থাপনের প্রস্তুতির প্রতিবাদে যুবলীগ এর আগে স্মারকলিপিও দেয়। বেলা ১১ টার পর শহরের সাতমাথায় অবরোধ শুরু হয় অবরোধ। কর্মসূচী এক পর্যায়ে সমাবেশে রূপ নেয়। বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু। এসময় বক্তব্য রাখেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, উদীচী বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি রাজনীতিক মোস্তাফিজুর রহমান ফিজু, ওয়ার্কার্স পার্টি বগুড়া জেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার সিং, উদীচী বগুড়া শাখার সভাপতি আব্দুস সোবহান মিন্নু, বঙ্গবন্ধু ব্যাংকার্স পরিষদ বগুড়া শাখার সভাপতি আব্দুল হান্নান, জেলা যুবসংহতির সভাপতি ফারুক আহম্মেদ, সেক্টর কমান্ডার্র্র্স ফোরামের জেলা সমন্বয়ক মুক্তিযোদ্ধা মাসুদার রহমান হেলাল, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন, মিন্টু, সাধারণ সম্পাদক জে এম রউফ,বগুড়া জেলা যুব ইউনিয়নের সভাপতি সাজেদুর রহমান প্রমুখ।
×