ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

অর্থনৈতিক উন্নয়নে গবেষণাবান্ধব উৎপাদন দরকার

প্রকাশিত: ০৫:৩৯, ২৭ ডিসেম্বর ২০১৬

অর্থনৈতিক উন্নয়নে গবেষণাবান্ধব উৎপাদন দরকার

গবেষণাবান্ধব উৎপাদন ছাড়া একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল মান্নান। তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রথমেই উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়া দরকার। সোমবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যাঙ্কুয়েট হলে ‘বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্প গবেষণা ও উন্নয়ন; সরকারী বেসরকারী উদ্যোগের সেতুবন্ধন’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন। ইনোভেশন হাব অব ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও এসিআই লিমিটেড যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। আব্দুল মান্নান বলেন, ‘অর্থনৈতিক মুক্তির জন্য উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে টেকসই উৎপাদনের জন্য প্রয়োজন গবেষণা ও প্রশিক্ষণ। আর গবেষণাবান্ধব উৎপাদনের মাধ্যমেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।’ -অর্থনৈতিক রিপোর্টার
×