ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এসডিজি অর্জনে গুরুত্ব দেওয়া হচ্ছে: শিল্পমন্ত্রী

প্রকাশিত: ০২:২৮, ২৩ ডিসেম্বর ২০১৬

এসডিজি অর্জনে গুরুত্ব দেওয়া হচ্ছে: শিল্পমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপর অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ। শুক্রবার ভারতের কলকাতায় ‘২৯তম ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কলকাতার দ্যা বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএনসিসিআই) এ শিল্প-বাণিজ্য মেলার আয়োজন করে। ১০ দিনব্যাপী আয়োজিত এ মেলা আগামী ১ জানুয়ারি শেষ হবে। তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার শিল্পবান্ধব অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি সৃজনশীল উদ্ভাবনে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। এছাড়া শিল্পখাতে বিনিয়োগ আকর্ষণে দেশি ও বিদেশি উদ্যোক্তাদের একই রকম সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। তোমধ্যে বাংলাদেশে শিল্পখাতে শতকরা ১০.১০ ভাগ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে তিনি জানান। শিল্পমন্ত্রী বলেন, ২০২১ সাল নাগাদ মধ্যম আয়ের দেশে পরিণত হতে বাংলাদেশ সরকার বার্ষিক শতকরা ৮ ভাগ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। সরকার গৃহিত বিনিয়োগবান্ধব নীতির ফলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পখাত শতকরা ১৪ ভাগ রপ্তানি প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্য দেশগুলোতে এ খাতে গড় প্রবৃদ্ধির হার শতকরা ৭.৫ ভাগ। মেলা আয়োজক কমিটির সভাপতি সুরজিৎ পাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের শ্রমমন্ত্রী মলয় ঘটক, বিদ্যুৎ ও অপ্রচলিত শক্তিবিষয়ক মন্ত্রী সোবহান দেব চট্টোপাধ্যায়, তথ্যপ্রযুক্তি ও ইলেক্ট্রনিক্স মন্ত্রী ব্রাত্য বসু, পৌরবিষয়ক ও নগর উন্নয়ন অধিদপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম প্রমুখ বক্তব্য রাখেন।
×