ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রেসিডেন্টের অভিশংসন নিয়ে সিউলে ভাঙ্গনের মুখে সরকারী দল

প্রকাশিত: ০৫:২০, ২২ ডিসেম্বর ২০১৬

প্রেসিডেন্টের অভিশংসন নিয়ে সিউলে ভাঙ্গনের মুখে সরকারী দল

দক্ষিণ কোরিয়ার দুর্নীতি কেলেঙ্কারি-জড়িত প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের অভিসংশন নিয়ে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি বুধবার আসন্ন ভাঙ্গনের মুখে পড়েছে। এ ঘটনায় পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনায় মারাত্মকভাবে বিঘœ ঘটতে পারে। খবর এএফপির। সায়েনুরি পার্টির ৩০ জনেরও বেশি পার্লামেন্ট সদস্য পার্কের সঙ্গে মতভেদের কারণে দল ত্যাগ করার অঙ্গীকার করেছেন। তাদের যুক্তি, অভিসংশন সঙ্কট ও দুর্নীতি কলঙ্ক সত্ত্বেও বিতর্কিত সরকারী দলের বর্তমান নেতৃত্ব সংস্কার প্রস্তাব মানতে অস্বীকৃতি জানিয়েছে। ভিন্নমতাবলম্বীদের একজন বিশিষ্ট পার্লামেন্ট সদস্য ইয়ু সিয়াং মিন সাংবাদিকদের বলেন, আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, রক্ষণশীলদের সংস্কার সায়েনুরি পার্টির মাধ্যমে আনা অসম্ভব। জাতিসংঘ বিদায়ী মহাসচিব বান কি মুনের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতা এই ভাঙ্গনের ফলে জটিলতায় পড়বে। তিনি (মুন) সায়েনুরির টিকেটে মধ্য ডানপন্থী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ব্যাপকভাবে আশা করা হয়েছিল। দলটি বলেছে, ২৭ ডিসেম্বর পার্টি থেকে সরে যাওয়ার সম্মতি জানিয়েছেন ৩৫ আইন প্রণেতা। তারা তাদের সঙ্গে সরে যাওয়ার জন্য আরও পার্লামেন্টারি সদস্যদের বলবেন। পার্লামেন্টের ৩০০ আসনের মধ্যে ৯০ জন সদস্য তাদের দল ছাড়বেন এবং এতে দলটি ন্যাশনাল এ্যাসেম্বলিতে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির পিছনে দ্বিতীয় স্থানে নেমে আসবে। এই মাসে পার্কের অভিসংশন পাস করতে সরকারী দলের সদস্যরা বিরোধীদলে যোগ দেন। সাংবিধানিক আদালতে এই মামলাটি বিবেচনা করা হচ্ছে। -ইয়াহুনিউজ
×