ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাতিসংঘের পর্যবেক্ষক মর্যাদা পেল আইসিসি

প্রকাশিত: ০৭:৫৯, ১৫ ডিসেম্বর ২০১৬

জাতিসংঘের পর্যবেক্ষক মর্যাদা পেল আইসিসি

অর্থনৈতিক রিপোর্টার ॥ জাতিসংঘের সাধারণ সভায় আইসিসিকে পর্যবেক্ষক মর্যাদা অনুমোদন দেয়া হয়েছে। আইসিসি (ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স) বিশ্বের সর্ববৃহৎ ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে একশটি দেশে ৬০ লাখের বেশি সদস্যের প্রতিনিধিত্ব করছে। গত ১৩ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ সভায় চলমান ৭১তম অধিবেশনে ১৯৩টি সদস্য দেশ এ সিদ্ধান্ত নেয়। প্রথমবারের মতো কোন ব্যবসায়ী প্রতিষ্ঠান পর্যবেক্ষক হওয়ার স্বীকৃতি পেল। জাতিসংঘের পর্যবেক্ষকের তালিকা খুব সীমিত এবং নীতিগতভাবে আন্তঃসরকারী প্রতিষ্ঠানসমূহ এর পর্যবেক্ষক। আইসিসি সভাপতি সুনীল ভারতী মিত্তাল বলেন, আরও উন্নত এবং শান্তিপূর্ণ পৃথিবীর জন্য ব্যবসায়ীদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এটা তারই স্বীকৃতি।
×