ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দাঁড়িপাল্লা প্রতীক কোন দলকে বরাদ্দ না দেয়ার আহ্বান সুপ্রীমকোর্টের

প্রকাশিত: ০৫:৫২, ১৫ ডিসেম্বর ২০১৬

দাঁড়িপাল্লা প্রতীক কোন দলকে বরাদ্দ না দেয়ার আহ্বান সুপ্রীমকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ কোন রাজনৈতিক দলকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক বরাদ্দ না দেয়ার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে সুপ্রীমকোর্ট। একই সঙ্গে কোন রাজনৈতিক দলের জন্য এই প্রতীক বরাদ্দ দেয়া থাকলেও তাও বাতিল করার জন্য ইসিকে অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে সুপ্রীমকোর্টের মনোগ্রামে প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ব্যবহারের বিষয়টিও তুলে ধরা হয়েছে। সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত চিঠিটি বুধবার বিকেল তিনটায় নির্বাচন কমিশনে পাঠানো হয়। এর আগে গত মঙ্গলবার সুপ্রীমকোর্টের ফুলকোর্ট সভায় রাজনৈতিক দলের প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ব্যবহার বন্ধে নির্বাচন কমিশনকে চিঠি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে শান্তি প্রতীক দাঁড়িপাল্লাকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক হিসেবে বাদ দেয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া নির্বাচন বিধিমালার প্রতীক তালিকা থেকেও দাঁড়িপাল্লার নাম বাদ দেয়ার কথা বলা হয়েছে। নির্বাচন কমিশনার আব্দুল মোবারক সাংবাদিকদের বলেন, কমিশন সভায় দাঁড়িপাল্লা প্রতীকটি সংরক্ষিত তালিকা থেকেও বাদ দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। শুধু দল নয়, নির্বাচনে প্রতীক হিসেবে কোন ব্যক্তিকেও এ প্রতীক বরাদ্দ দেয়া যাবে না। দাঁড়িপাল্লা প্রতীক কাউকে বরাদ্দ দেয়াও উচিত নয় উল্লেখ করেন। ইসি মোঃ শাহনেওয়াজও বলেন, এ বিষয়ে আদেশ পেলেই কমিশন বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক হিসেবে নির্বাচন বিধিমালার সংরক্ষিত প্রতীক তালিকায় দাঁড়িপাল্লার প্রতীকের নাম রয়েছে। এছাড়া নিবন্ধত রজনৈতিক দলের তালিকায় জামায়াতে ইসলামীকে নিবন্ধিত প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকের নিবন্ধন দেয়া হয়েছে। যদিও হাইকোর্টের রায়ে দলটির নিবন্ধন অবৈধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বুধবার সাংবাদিকদের বলেন, প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ব্যবহার না করতে এবং কোন রাজনৈতিক দলের প্রতীক হিসেবে বরাদ্দ না দেয়ার বিষয়ে সুপ্রীমকোর্টের দেয়া আদেশ পালন না করার কোন বিকল্প নেই। সুপ্রীমকোর্টের আদেশ পেলে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করেন।
×