ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক ব্যাডমিন্টন শুরু আজ থেকে

প্রকাশিত: ০৬:২৩, ৬ ডিসেম্বর ২০১৬

আন্তর্জাতিক ব্যাডমিন্টন শুরু আজ থেকে

স্পোর্টস রিপোর্টার ॥ যারা জাতীয় দলের ক্যাম্পে ঢুকে জাতীয় শাটলারদের মারধর করেছে ও হুমকি দিয়েছে, তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে- বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি আবদুল মালেকের এমন আশ্বাসের পর বাংলাদেশের আট শাটলার অবশেষে আজ থেকে শুরু হওয়া ‘ইউনেক্স-সানরাইজ ওপেন ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন চ্যালেঞ্জ’-এ অংশ নিচ্ছেন। চতুর্থবারের মতো পাঁচদিনব্যাপী এই আসর শুরু হচ্ছে পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে (উডেন ফ্লোর জিমনেশিয়ামে)। এই টুর্নামেন্টে অংশ নেবেন ১৩ দেশের (বাংলাদেশ, ভিয়েতনাম, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, সুইডেন ও সিরিয়া) ১০৪ শাটলার। টুর্নামেন্টের প্রাইজমানির অঙ্ক হচ্ছে ১৭ হাজার ৫০০ ডলার। টুর্নামেন্টের বাজেট ৪৫ লাখ টাকা। তবে এ বাজেটের মধ্যে একটি জুনিয়র টুর্নামেন্ট হবে আগামী ১২-১৫ ডিসেম্বর পর্যন্ত। পুরুষ ও মহিলা একক, পুরুষ ও মহিলা দ্বৈত এবং মিশ্র দ্বৈতে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। মিশ্র দ্বৈতে বাংলাদেশের জুটি হচ্ছে ; শাপলা ও সুহেল, এলিনা ও খালেদ, তুষার ও ইরিনা, বৃষ্টি ও মিনহাজ। পুরুষ দ্বৈতে : খালেদ ও দুলাল, ওহিদুল ও মিনহাজ, তুষার ও সালমান, লাল চাঁদ ও অনিক। মহিলা দ্বৈতে খেলবেন এলিনা ও শাপলা এবং বৃষ্টি ও ইরিনা। আসরের পুরুষ এককে শীর্ষ বাছাই হচ্ছেন শ্রীলঙ্কার দিনুকা করুনারতœা। মেয়েদের শীর্ষ বাছাই ভিয়েতনামের থ্রিতাং। বাংলাদেশের হয়ে অংশ নেবেন (১৮ পুরুষ এবং ৮ মহিলা) ২৬ শাটলার। মেয়েদের মধ্যে দুই সেরা শাটলার হচ্ছেন শাপলা আক্তার এবং এলিনা সুলতানা। জনকণ্ঠকে শাপলা জানান, ‘ভাল ফল করার জন্য আমরা নিজেদের সেরা খেলাটাই খেলার চেষ্টা করব।’ দেশের এক নম্বর নারী শাটলার শাপলা আরও বলেন, ‘তবে টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলনের জন্য আমরা পর্যাপ্ত সময় (১০দিন) অনুশীলন করতে পারিনি। আমাদের প্রধান প্রতিপক্ষ হচ্ছে ভারত, শ্রীলঙ্কা এবং মালয়েশিয়া। তারা প্রচুর আন্তর্জাতিক ম্যাচ খেলে এবং আমাদের চেয়ে অনেক অভিজ্ঞ। তবে তাদের সঙ্গে খেললে আমাদেরও অভিজ্ঞতা বাড়বে।’ বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন দলের কোচ হাসিবুর রহমান শাকিলের মতে, দলের মধ্যে তিনি সবচেয়ে বেশি ভাল ফল আশা করছেন শাপলা ও এলিনার কাছ থেকে (দ্বৈত জুটি)। এছাড়া পুরুষ বিভাগের কিছু শাটলার তৃতীয় রাউন্ড পর্যন্ত যেতে পারে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।
×