ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘লংগেস্ট নাইট অব দ্য ইয়ার’ চলচ্চিত্রের প্রদর্শনী

প্রকাশিত: ০৩:৪১, ১ ডিসেম্বর ২০১৬

‘লংগেস্ট নাইট অব দ্য ইয়ার’ চলচ্চিত্রের প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ প্রযোজনা সংস্থা এ্যাপিফ্যানিয়ার ব্যানারে নির্মিত হয়েছে স্বপ্লদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লংগেস্ট নাইট অব দ্য ইয়ার’। বুধবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে এ চলচ্চিত্রের উ™ে^াধনী প্রদর্শনী হয়। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট অভিনেত্রী ও নাট্যব্যক্তিত্ব সারা যাকের। পুরাণের বিনির্মাণে মৌলিক গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘লংগেস্ট নাইট অব দ্য ইয়ার’। ৬ মিনিট দৈর্ঘ্যরে এ চলচ্চিত্রের গল্প এক দেবীর আগমন ও যুবকের অপেক্ষাকে কেন্দ্র করে। আবদুল্লাহ আল মুক্তাদিরের গল্প অবলম্বণে এটি পরিচালনা করেছেন নির্মাতা দীপা মাহ্বুবা ইয়াসমিন। চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাওন শাহ এবং মারিনা মিতু। চলতি বছরের মে মাসে রাজধানী ঢাকায় একটি বাড়িতে চলচ্চিত্রটির দৃশ্যধারণ করা হয়। দৃশ্যধারণে সাহায্য করেছেন খালেক সাদমান। পোশাক পরিকল্পনা ও কোরিওগ্রাফি করেছেন রাসেল রানা। সাইমুম নাহার স্নিগ্ধা ও আরিফা আক্তারের নকশা করা অলঙ্কারে চলচ্চিত্রটি ভিন্ন মাত্রা পেয়েছে। তাছাড়াও সাহায্য করেছেন তৌফিক নওয়াজ, সাদিয়া ইয়াসমিন, শোভন এবং রূপসজ্জায় কাউয়ুম মেহেদী। শিল্প ও চলচ্চিত্রের প্রতি ভালবাসা এবং ভিন্ন ঘরাণার কাজ করার গল্প নিয়েই এক দল তরুণের উদ্যোগে এ্যাপিফ্যানিয়ার যাত্রা শুরু। বিভিন্ন পেশার পাশাপাশি তারা এ প্রযোজনা সংস্থাটি পরিচালনা করে যাচ্ছেন। এ্যাপিফ্যানিয়ার আহ্বায়ক ও গল্পকার আবদুল্লাহ আল মুক্তাদির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগ থেকে তার স্নাতকোত্তর সম্পূর্ন করে বর্তমানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগে শিক্ষকতা করছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর রাসেল রানা এ্যাপিফ্যানিয়ার ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি তিনি শাস্ত্রীয় নৃত্যআঙ্গিক ও থিয়েটার আর্ট নিয়ে কাজ করছেন। এ্যাপিফ্যানিয়ার কর্ণধার ও নির্মাতা দীপা মাহবুবা ইয়াসমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে স্নাতক করেছেন। বর্তমানে শিল্পচর্চার পাশাপাশি চলচ্চিত্র নির্মাণে ব্যস্ত রয়েছেন। এ বছরের শুরুতেই পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে তার একক প্রদর্শনী ‘পিক্স মিথ অব হেল’ প্রশংসিত হয়েছে। এরই মধ্যে এ্যাপিফ্যানিয়ার প্রযোজনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘আমার নয়নে নয়নও রাখি’ গানের ভিডিওচিত্র নির্মাণ শেষ হয়েছে। চলছে ‘নার্সিসাস’ নামের নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের কাজ।
×