ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাঁওতালদের উচ্ছেদ কেন আইন বহির্ভূত হবে না জানতে চেয়ে রুল

প্রকাশিত: ২৩:৩৭, ২২ নভেম্বর ২০১৬

সাঁওতালদের উচ্ছেদ কেন আইন বহির্ভূত হবে না জানতে চেয়ে রুল

স্টাফ রিপোর্টার ॥ গাইবান্ধার গোবিন্দগঞ্জে অধিগ্রহণ করা জমি থেকে সাঁওতালদের উচ্ছেদ কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে কেন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। তবে রিট আবেদনকারী ওই হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তে আবেদন করেছিলেন। কিন্তু আদালত তাতে সাড়া দেয়নি। সাঁওতালদের ওপর হামলা এবং ঘর-বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। হামলায় আহত সাঁওতাল দ্বিজেন টুডোর স্ত্রী অলিভিয়া হেমব্রম এবং গণেশ মুরমোর স্ত্রী রুমিলিয়া কিসকোর পক্ষে আইনজীবী জ্যোর্তিময় বড়ূয়া হাইকোর্র্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন।
×