ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দ্বিতীয়দিনেও দাপট ভারতের

প্রকাশিত: ০৬:৩৩, ১৯ নভেম্বর ২০১৬

দ্বিতীয়দিনেও দাপট ভারতের

স্পোর্টস রিপোর্টার ॥ বিশাখাপত্তম টেস্টে চলছে ভারতের দাপট। প্রথমদিনেই সেঞ্চুরি তুলে নিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি (১৬৭) ও ক্ল্যাসিক্যাল চেতেশ্বর পুজারা (১১৯)। যার ওপর ভর করে স্বাগতিকরা অলআউট হওয়ার আগে প্রথম ইনিংসে ৪৫৫ রানের বড় সংগ্রহ পায়। জবাবে দ্বিতীয়দিন শেষে ১০৫ রান তুলতে টপঅর্ডারের পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে বসেছে ইংল্যান্ড। ৩৫২ রানে পিছিয়ে সফরকারীরা। ফলোঅন এড়াতে কুকদের চাই আরও ১৫৩ রান। বেন স্টোকস ও জনি বেয়ারস্টো দু’জনই ব্যাট করছেন ব্যক্তিগত ১২ রানে। স্বীকৃত ব্যাটসম্যান বলতে কেবল এই দু’দুজনই। প্রথমে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৫৮ রান করার পর বোলিংয়ে ইংলিশদের দুই টপঅর্ডার ব্যাটসম্যান জো রুট ও বেন ডাকেটকে সাজঘরে ফিরিয়ে আলো ছড়িয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। গতির ঝড়ে প্রতিপক্ষ অধিনায়ক এ্যালিস্টার কুকের স্ট্যাম্প ভেঙ্গে দিয়ে পেসার মোহাম্মদ শামিও ছিলেন আলোচনায়। প্রথম টেস্ট ড্র হওয়ায় পাঁচ ম্যাচের সিরিজ এখন ০-০তে চলমান। অপরাজিত ১৫১ রান নিয়ে নামা কোহলির আরও বড় কীর্তি দেখতে মুখয়ে ছিল ভারত। পরপর দুটি বাউন্ডারি হাঁকিয়ে শুরুটা ভালই করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। আর ১৬ রান যোগ করার পরই স্পিনার মঈন আলিকে ড্রাইভ করতে গিয়ে সিøপে ক্যাচ তুলে দেন অধিনায়ক। ২৬৭ বলে ১৬৭ রানের ইনিংসটি সাজিয়েছেন ১৮টি চার দিয়ে। ঋদ্ধিমান সাহা (৩), আর রবিন্দ্র জাদেজা (০) একদম থিতু হতে পারেননি। ৩৫১ থেকে দ্রুত ৩৬৩/৭-এ পরিণত হয় ভারত। এরপরই জয়ন্ত যাদবকে নিয়ে হাল ধরেন অশ্বিন। অষ্টম উইকেটে যোগ করেন মূল্যবান ৬৪ রান। ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেন অশ্বিন। জীবনের প্রথম ইনিংসে যাদব করেন ৩৫ রান। সঙ্গে উমেশ যাদবের ১৩ স্বাগতিকদের সাড়ে চার শ’র গ-ি পেরোতে সাহায্য করে। বড় রানের জবাবে ইংল্যান্ডের শুরুটা ভাল হয়নি। তৃতীয় ওভারেই কুকের (২) স্ট্যাম্প উপড়ে ফেলেন শামি। ১৪২ কিলোমিটার গতির ডেলিভারিটি ইংলিশ অধিনায়ক ঠাওরই করতে পারেননি। স্ট্যাম্প ভেঙ্গে দুই টুকরো। ভাঙ্গা একটি অংশ গিয়ে পড়ে শর্ট থার্ডম্যান অঞ্চলে। সেটি কুড়িয়ে আনেন ফিল্ডার অজিঙ্কা রাহানে। এই ধরনের ডেলিভারি কেবল বোলারই নয়, পুরো দলের মনোবল বাড়িয়ে দেয়ার জন্য যথেষ্ট। হয়েছেও তাই। যদিও কুক ফেরার পর ৪৭ রানের জুটি গড়ে হাসিব হামিদ ও জো রুট ক্রিজে মানিয়ে নিচ্ছিলেন। ১৩ রান করা হামিদ রান আউটের ফাঁদে কাটা পড়েন। মাত্র ৭ রানের ব্যবধানে ভয়ঙ্কর হয়ে ওঠা রুটকে (৯৮ বলে ৫৩) ফিরিয়ে এই জুটি ভেঙ্গে ভারতকে চালকের আসনে বসান সেই অশ্বিন। ১ রান করা মঈন আলিকে আউট করে তাতে বাড়তি রং চড়িয়েছেন অভিষিক্ত জয়ন্ত যাদব। ভারতের ইনিংসের গল্পটা কোহলি ও পুজারার। অসাধারণ ব্যাট করেছে দু’জন। ইংলিশ বোলারদের হতাশায় ডুবিয়ে তৃতীয় উইকেট জুটিতে ২২৬ রান যোগ করেন তারা। স্কোর ॥ ভারত প্রথম ইনিংস ৪৫৫/১০ (১২৯.৪ ওভার; কোহলি ১৬৭, পুজারা ১১৯, অশ্বিন ৫৮, জয়ন্ত যাদব ৩৫, রাহানে ২৩, বিজয় ২০, উমেশ যাদব ১৩; এ্যান্ডারসন ৩/৬২, মঈন ৩/৯৮, আদিল রশিদ ২/১১০, ব্রড ১/৪৯, স্টোকস ১/৭৩) ইংল্যান্ড প্রথম ইনিংস ১০৩/৫ (৪৯ ওভার; রুট ৫৩, হামিদ ১৩, স্টোকস ১২*, ডাকেন ৫, বেয়ারস্টো ১২*, কুক ২; অশ্বিন ২/২০, জয়ন্ত যাদব ১/১১, শামি ১/১৫) ** দ্বিতীয়দিন শেষে
×