ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডকে জয়বঞ্চিত করল স্পেন

প্রকাশিত: ০৬:৩৬, ১৭ নভেম্বর ২০১৬

ইংল্যান্ডকে জয়বঞ্চিত করল স্পেন

স্পোর্টস রিপোর্টার ॥ জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল ইংল্যান্ড। ম্যাচের ৮৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল তারা। ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে তখন স্পেনের বিপক্ষে জয় উদযাপনে ব্যস্ত পুরো ইংলিশ শিবির। ৮৯ মিনিটে গোল করে বসেন স্পেনের ইয়াগো আসপাস। তারপরও জয়ের আশা ছাড়েনি ইংলিশ সমর্থকরা। কিন্তু বিধি বাম! ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+৬ মিনিটে) ইস্কো নাটকীয়ভাবে আরও এক গোল করে ইংলিশদের উদযাপন মাটি করে দেন। ম্যাচের পুরোটা সময় ২ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র’র তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ে লা রোজারা। ঠিক ব্যতিক্রম দৃশ্যটা ইংলিশদের। নিশ্চিত জয়ের খুব কাছাকাছি গিয়েও হতাশা নিয়ে প্রীতি ম্যাচ শেষ করল গ্যারেথ সাউথগেটের দল। ইতালির বিপক্ষে গোলশূন্য ড্রয়ে শেষ করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিও। এছাড়া ফ্রান্স-আইভরিকোস্টের সঙ্গে এবং অস্ট্রিয়া-সেøাভাকিয়ার বিপক্ষেও একই ব্যবধানে ড্র করে। আর চেকপ্রজাতন্ত্র এবং ডেনমার্কের ম্যাচটি শেষ হয় ১-১ ব্যবধানের ড্রয়ে। তবে জয় নিয়ে মাঠ ছেড়েছে ক্রোয়েশিয়া, ইউক্রেন, আইসল্যান্ড এবং ২০১৮ বিশ্বকাপের স্বাগতিক দেশ রাশিয়া। মঙ্গলবার ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের শুরতেই পেনাল্টি ভাগ্যে এগিয়ে যায় স্বাগতিক ইংল্যান্ড। সহজ সুযোগ কাজে লাগিয়ে স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসান এ্যাডাম লালনা। ইংল্যান্ডের জার্সিতে এটি তার টানা তৃতীয় গোল। অথচ এর আগের ২৬ ম্যাচে কোন গোলের দেখা পাননি এই ইংলিশ স্ট্রাইকার। ম্যাচের ৪৮ মিনিটে ইংল্যান্ডকে আবারও এগিয়ে দেন দুর্দান্ত ফর্মে থাকা জেমি ভার্ডি। যার নৈপুণ্যেই গত মৌসুমে প্রিমিয়ার লীগের শিরোপা জিতে রূপকথার জন্ম দেয় লিচেস্টার সিটি। কিন্তু চলতি বছর সেই ভার্ডিকে খুঁজে পায়নি ইংল্যান্ড। ক্লাব কিংবা জাতীয় দলের জার্সিতে শেষ ১৫ ম্যাচের মধ্যে এটাই তার প্রথম গোল। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও স্পেনের বিপক্ষে রাজত্ব করে স্বাগতিকরা। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে জ্বলে ওঠে ইউরো-বিশ্বকাপ জয়ী স্পেন। মাত্র ছয় মিনিটের ব্যবধানেই জোড়া গোল। ৮৯ মিনিটে ইয়াগো আসপাস এবং ৯৬ মিনিটে সমতাসূচক গোলটি করেন ইস্কো। ২০১৪ সালে শক্তিশালী আর্জেন্টিনাকে হারিয়ে দীর্ঘ দুই যুগ অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ পুনরুদ্ধার করে জার্মানি। বিশ্বকাপের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে এদিন আতিথ্য দেয় ইতালি। কিন্তু জোয়াকিম লোর দল এদিন গোলশূন্য ড্র করেছে ইতালির মাঠে। আইভরিকোস্টের বিপক্ষে শক্তিশালী ফ্রান্সও হতাশাজনক পারফর্ম উপহার দিয়ে ড্র নিয়ে মাঠ ত্যাগ করে। অস্ট্রিয়া-সেøাভাকিয়ার ম্যাচটিও গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে। এছাড়া চেকপ্রজাতন্ত্র-ডেনমার্কের ম্যাচটি ১-১ গোলে ড্রয়ে শেষ হয়েছে। তবে প্রীতি ম্যাচ থেকে দারুণ জয় পেয়েছে সুইডেন, ইউক্রেন, আইসল্যান্ড এবং ২০১৮ বিশ্বকাপের স্বাগতিক দেশ রাশিয়া। হাঙ্গেরির মাঠ থেকে সুইডেন ২-০ গোলের অনায়াস জয় নিয়ে ফিরেছে। আর মাল্টার বিপক্ষে আইসল্যান্ডের এবং সার্বিয়ার বিপক্ষে ইউক্রেনের জয়টাও একই ব্যবধানের। এছাড়া ক্রোয়েশিয়া ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে নর্দান আয়ারল্যান্ডকে। শুধু তাই নয়, গত ১১টি হোম ম্যাচের মধ্যে এটাই তাদের প্রথম পরাজয়। ক্রোয়েশিয়ার জার্সিতে গোল তিনটি করেন মারিও মানজুকিচ, ডুজে কোপ এবং আন্দ্রেজ ক্রামারিক। ব্রাজিল বিশ্বকাপের পর ইতোমধ্যেই অতিবাহিত হয়ে গেছে দুই বছর। দুই বছর পর পরের বিশ্বকাপ। আগামী বিশ্বকাপের স্বাগতিক দেশ রাশিয়া। এদিন মাঠে নেমেছিল তারাও। তবে জয় পেতে রীতিমতো ঘাম ঝরেছে তাদের। ফ্রান্স এদিন ১-০ গোলে হারিয়েছে রোমানিয়াকে।
×