ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশাখাপত্তমেই শুরু স্পিনারদের লড়াই!‘

প্রকাশিত: ০৬:৩৪, ১৭ নভেম্বর ২০১৬

বিশাখাপত্তমেই শুরু স্পিনারদের লড়াই!‘

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে ভারত বরাবরাই দুর্বার, তার ওপর র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল। পরিষ্কার ফেবারিটের তকমা নিয়ে সিরিজ শুরু করে বিরাট কোহলির দল। কিন্তু রাজকোটে ইংলিশদের নৈপুণ্য ক্রিকেটের বড় প-িতদেরও ভড়কে দেয়। পাঁচদিন পর্যন্ত দাপট দেখিয়ে অল্পের জন্য জিততে পারেনি সফরকারীরা। ঘুরিয়ে বললে হারতে হারতেও যেন বেঁচে গেছে ভারত। ফলে আজ থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে বদলে গেছে সমীকরণ। এ্যালিস্টার কুকের দল দারুণ উজ্জীবিত। ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন তারকা পেসার জেমস এ্যান্ডারসন। তবে ম্যাচটা বিশাখাত্তম বলেই বাড়তি সতর্ক অতিথিরা, ইংলিশ বস্ ট্রেভর বেইলিস তেমনটাই বলেছেন। পিচ কিউরেটর জানিয়েছেন, এখানে স্পিনাররা অবশ্যই ভাল করবেন। সৌরভ গাঙ্গুলী, সুনীল গাভাস্কারের মতো সাবেক ভারতীয় গ্রেট বলছেন, প্রতিপক্ষকে চেপে ধরতে এটাই হতে পারে মোক্ষম সুযোগ। সিরিজ যেহেতু ০-০ চলমান, এগিয়ে গেলে গোটা সিরিজেই তার ইতিবাচক প্রভাব পড়বে। বিশাখাত্তমের পিচ কিউরেটর বলেন, ‘উইকেটে তেমন একটা ঘাস নেই। আমি আশা করছি দ্বিতীয়দিন থেকেই বল ঘুরতে শুরু করবে।’ স্পিননির্ভর স্বাগতিকদের জন্য এটা সবসময়ই সুসংবাদ। কিন্তু রাজকোটে মঈন আলি, আদিল রশিদ ও জাফর আনসারিরা যেভাবে তাদের টেক্কা দিয়েছেন, তাতে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অমিত মিশ্রদের যুদ্ধটা জমে উঠবে নিশ্চিত। প্রথম টেস্টে অশ্বিনদের অনায়াসে মোকাবেলা করে দুই ইনিংসে চার ইংল্যান্ড ব্যাটসম্যান সেঞ্চুরি হাঁকিয়েছেন। যদিও কোহলি সেটি নিয়ে চিন্তিত নন। ভারত অধিনায়ক বরং নিজের মতোই আগ্রাসী, ‘আমি মনে করি না ইংল্যান্ড স্পিনাররা আমাদের হারিয়ে দিতে পেরেছে। ওদের স্পিন যদি আমাদের চেয়ে ভাল হতো তাহলে তো তারা ম্যাচটাই জিততে পারত।’ ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরি হাঁকিয়ে ফর্মে ফেরা সফরকারী অধিনায়ক এ্যালিস্টার কুক বলেন, ‘রাজকোটে আমরা দারুণ পাঁচটা দিন কাটিয়েছি। সর্বোচ্চটা দিয়েও শেষ পর্যন্ত ম্যাচটা জিততে পারিনি। তবে আমরা দুর্দান্ত খেলেছি।’ ট্রেভর বেইলিসও আত্মবিশ্বাসী। ইংল্যান্ড কোচ বলেন, ‘জয়, হার, ড্রÑ যাই হোক, আমি যখন থেকে দায়িত্ব নিয়েছি তখন থেকে ধরলে রাজকোট টেস্টটাই আমাদের সেরা পারফর্মেন্স। আমরা যেভাবে খেলেছি তাতে দলের আত্মবিশ্বাস বাড়বে। স্পিনাররা তো বটেই, আমাদের পেসাররাও ভাল বল করেছে।’ তবে ভারতীয় স্পিনাররা সংহার মূর্তি ধারণ করলে ম্যাচটা কঠিন হবে বলেও স্বীকার করেন তিনি। কাঁধের ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটের মালিক জেমস এ্যান্ডারসন। স্পিন বিভাগ ঠিক রাখতে সেক্ষেত্রে কাকে বাদ দেয়া হবে সেই প্রশ্ন থাকছে। ধারণা করা হচ্ছে ক্রিস ওকস একাদশের বাইরে চলে যাবেন। অন্যদিকে ভারত দলে পরিবর্তন নিশ্চিত। হ্যামস্ট্রিংয়ের ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠেছেন লোকেশ রাহুল। ঘরোয়া ক্রিকেটে সেঞ্চুরিও হাঁকিয়েছেন। কোচ কুম্বলে তাই উচ্ছ্বাস গোপন করেননি। সুতরাং ওপেনিংয়ে মুরলি বিজয়ের সঙ্গী হচ্ছেন উইন্ডিজ সফরে দারুণ ব্যাটিং করা প্রতিভাবান এই ব্যাটসম্যান। সেক্ষেত্রে কপাল পুড়বে গৌতম গাম্ভীরের। দীর্ঘদিন পর ফিরে প্রথম টেস্টে যিনি মাত্র ২৯ ও ০ রান করেছেন। আবার নতুন করে ঋদ্ধিমান সাহা ইনজুরিতে পড়ায় রাহুলের ফেরা শতভাগ নিশ্চিত, কারণ তিনি উইকেটকিপিংয়েও পারদর্শী। রাজকোটে অনুজ্জ্বল লেগস্পিনার অমিত মিশ্রর পরিবর্তে পেস বোলিং-অলরাউন্ডার হারদিক পান্ডিয়ার অভিষেক হয়ে যেতে পারে। তবে সেটি নিশ্চিত নয়। কারণ বিশাখাপত্তমের সেøা উইকেটের কথা ভেবে মিশ্রকেই রেখে দেয়া হতে পারে। সাবেক দুই গ্রেট সৌরভ গাঙ্গুলী ও সুনীল গাভাস্কার তিন স্পিনার নিয়ে খেলার পক্ষে। সিরিজে এগিয়ে যেতে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তারা। প্রথম টেস্টে ইংলিশরা যেভাবে খেলেছেন তাতে কোহলিদের জন্য কাজটা কঠিন হবে, বলছেন সৌরভ।
×