ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে বোমা হামলা শক্তিশালী বিস্ফোরণে মানুষ উড়ে গিয়ে বহু দূরে ছিটকে পড়ে

প্রকাশিত: ০৬:১৪, ১৪ নভেম্বর ২০১৬

পাকিস্তানে বোমা হামলা শক্তিশালী বিস্ফোরণে মানুষ উড়ে গিয়ে বহু দূরে ছিটকে পড়ে

পাকিস্তানের একটি মাজারে শনিবারের বোমা হামলায় জীবিতরা ঘটনার ভয়াবহতার বর্ণনা দিচ্ছেন। এই হামলায় বহু পরিবার তাদের প্রিয়জন হারানোর বেদনা নিয়ে শোক প্রকাশ করছে। এই হামলায় এখন পর্যন্ত ৫২ জন নিহত হয়েছে। শনিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি সুফি মাজারে এ হামলা চালানো হয়। জিহাদী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলায় দায়িত্ব স্বীকার করেছে। খবর এএফপির। প্রচ- শক্তিশালী বিস্ফোরণে বহু নারী ও পুরুষ হতাহত হয়েছে। এক কিশোর আত্মঘাতী হামলাকারী এ হামলা চালিয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। সুফি শাহ্ নূরানীর মাজারে প্রতিদিন সন্ধ্যার আগে সুফি নাচ ‘ধামাল’ অনুষ্ঠিত হয়। প্রতিদিনের মতো শনিবারও এই নাচের অনুষ্ঠান চলাকালে হামলাটি চালানো হয়। মাজারটি গোলযোগপূর্ণ বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে প্রায় ৭৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ২৫ বছর বয়সী মোহাম্মাদ শেহজাদ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘বিস্ফোরণের ধাক্কাটা ছিল এতটাই শক্তিশালী যে, মানুষ উড়ে গিয়ে বহু দূরে ছিটকে পড়ে।
×