ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কমনওয়েলথ যুদ্ধ সমাধিতে ৮ দেশের হাইকমিশনার ও প্রতিনিধির শ্রদ্ধা

প্রকাশিত: ০৫:৫৬, ১২ নভেম্বর ২০১৬

কমনওয়েলথ যুদ্ধ  সমাধিতে ৮ দেশের  হাইকমিশনার ও প্রতিনিধির শ্রদ্ধা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১১ নবেম্বর ॥ দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে কুমিল্লার ময়নামতিতে অবস্থিত কমনওয়েলথ যুদ্ধ সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ৮ দেশের হাইকমিশনার ও প্রতিনিধিরা। শুক্রবার সকালে ব্রিটিশ হাইকমিশনার এ্যালিসন ব্লেকের নেতৃত্বে কমনওয়েলথভুক্ত দেশের মধ্যে ৮ দেশের হাইকমিশনার এবং এসব দেশের প্রতিনিধিরা এ স্মরণ ও প্রার্থনা অনুষ্ঠানে অংশ নেন। দেশগুলো হলো যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, ফ্রান্স, স্পেন ও মালয়েশিয়া। জানা যায়, প্রথমে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করা হয়। এর পর পবিত্র বাইবেল পাঠের পর ঢাকা হলিক্রস স্কলাস্টিকের যাজক ফাদার প্যাট্রিক ডি গাফনে প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন। ব্রিটিশ সামরিক উপদেষ্টা লে. কর্নেল ডমিনিক স্পেনসার আর ওয়েলসের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রার্থনা পর্ব শেষে সমাধিক্ষেত্রের হলিক্রসে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা সেনানিবাসের জিওসি ও ৩৩ পদাতিক ডিভিশনের কমান্ডিং অফিসার মেজর জেনারেল মোঃ রাশেদ আমিন এনডিসি পিএসপি। এর আগে গার্ড অব অনার প্রদান করা হয়। হাইকমিশনার ও প্রতিনিধিগণ ময়নামতির যুদ্ধ সমাধির হলিক্রস পাদদেশে ফুলেল শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে নিহত সৈনিকদের স্মরণ করেন। এ সময় বিউগলের সুর বেজে ওঠে। ওই প্রার্থনা ও স্মরণ অনুষ্ঠান শেষে কমনওয়েলথভুক্ত দেশের প্রতিনিধিরা সমাধিস্থল পরিদর্শন এবং দাঁড়িয়ে নীরবতা পালন করেন। উল্লেখ্য, ১৯৪১ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৭৩৮ সৈনিককে ময়নামতির এ যুদ্ধ সমাধিতে সমাহিত করা হয়। ১৯৬২ সালে এক জনের দেহাবশেষসহ সমাধির মাটি তার স্বজনরা যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর বর্তমানে সমাধি রয়েছে ৭৩৭ জনের। ১৩টি দেশের ৭৩৭ যোদ্ধার মধ্যে ইসলাম ধর্মের ১৭২, বৌদ্ধ ধর্মের ২৪, হিন্দু ধর্মের ২ জন এবং বাকিরা খ্রীস্টান ধর্মাবলম্বী। কমনওয়েলথ গ্রেভইয়ার্ড কমিশন এ যুদ্ধ সমাধিক্ষেত্র রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে।
×