ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্র্যান্ডিংয়ের অভাবে প্রসার ঘটছে না জামদানি শাড়ির

প্রকাশিত: ০৬:১৮, ৭ নভেম্বর ২০১৬

ব্র্যান্ডিংয়ের অভাবে প্রসার ঘটছে না জামদানি শাড়ির

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজি সঙ্কট ও প্রয়োজনীয় বিপণন অবকাঠামোর অভাবে তেমন একটা সুবিধা করতে পারছে না জামদানি শিল্প। এর কারণ হিসেবে যথাযথভাবে ব্র্যান্ডিং করতে না পারাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় জামদানি শিল্পের প্রসারে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন জামদানি সংশ্লিষ্ট সব পক্ষ। বস্ত্রশিল্পে বাঙালীর হাজার বছরের ঐতিহ্য বহন করছে জামদানি। ঊনবিংশ শতাব্দীর মাঝপথে ইংরেজ শাসিত বাংলায় ঐতিহ্যবাহী এ শিল্পের গতি মন্থর হয়ে পড়ে। তবে ১৯৭১ সালে স্বাধীনতার পর আবারও প্রাণ ফিরে পায় জামদানি। সময়ের সঙ্গে জামদানি তৈরিতে গতি ফিরেছে ঠিকই, তবে মন্থরগতিতেই ঘুরছে কারিগরদের ভাগ্যের চাকা। গুনে-মানে অনন্য, নজরকড়া এই শাড়ির প্রসারে এখনও গড়ে ওঠেনি কার্যকর বিপণন অবকাঠামো, নেই চোখে পড়ার মতো ব্র্যান্ডিংও। ফলে কয়েক শ’ বছর ধরে দেশে-বিদেশে জনপ্রিয়তা ধরে রাখলেও কাজে লাগেনি বাজার সম্ভাবনার ন্যূনতম সুযোগটুকুও। যার প্রমাণ শত বছরের এই শাড়ি থেকে রফতানি আয় দাঁড়িয়েছে মাত্র কোটি ডলারে। এ অবস্থায় ব্র্যান্ডিং ও বাজার সম্প্রসারণের তাগিদ অর্থনীতিবিদ ও বাজার বিশেষজ্ঞদের। জিআই পণ্যের সার্বিক দেখভালের দায়িত্ব পেটেন্ট ডিজাইন এ্যান্ড ট্রেড মার্কস অধিদফতরের। জামদানির ব্র্যান্ডিংয়ে সহায়তার আশ্বাস দিলেন সংস্থাটির রেজিস্ট্রার সানোয়ার হোসেন।
×