ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যশোরে স্বাস্থ্য উপকেন্দ্র নেই ॥ তবু ডাক্তার নিয়োগ

প্রকাশিত: ০৬:২২, ১ নভেম্বর ২০১৬

যশোরে স্বাস্থ্য উপকেন্দ্র নেই ॥ তবু ডাক্তার নিয়োগ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ অনুমোদন না থাকায় যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত ১১ ডাক্তারকে সিভিল সার্জন নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে নিলেও ৬ জনকে কোন কাজে লাগাতে পারছেন না। ওই ডাক্তারদের কর্মস্থল সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন বিভিন্ন ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের কোন অবকাঠামো নেই। ফলে তারা কোন রোগীর চিকিৎসা দিতে পারছেন না। এদিকে ২৭ অক্টোবর সাবেক দুই সিভিল সার্জনের লিখিত অনুমোদন বাতিল করে আরও দুই ডাক্তারকে হাসপাতাল ছেড়ে উপস্বাস্থ্য কেন্দ্রে যোগদানে নির্দেশ জারি করেছেন সিভিল সার্জন ডাক্তার গোপেন্দ্র নাথ আচার্য। সিভিল সার্জন কার্যালয়ের প্রশাসনিক সূত্রের দাবি, সদর উপজেলার ইছালী ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে পদায়নপ্রাপ্ত ডাক্তার লুৎফুন্নাহার লাকীকে ২০১১ সালে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী সেবার কাজে অংশ নিতে লিখিত আদেশ দেন তৎকালীন সিভিল সার্জন ডাক্তার তরুণ কুমার সিকদার। রামনগর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে পদায়নপ্রাপ্ত ডাক্তার মাধবী রানী বিশ্বাসকে ২০১২ সালে হাসপাতালে কাজ করার আদেশ জারি করেন সাবেক সিভিল সার্জন ডাক্তার আতিকুর রহমান খান। ডাক্তার মাধবী বিশ্বাস হাসপাতালের বহির্বিভাগের মেডিসিন ও ডাক্তার লুৎফুন্নাহার লাকী গাইনি রোগীদের নিয়মিত সেবা দিচ্ছেন। হাসপাতালে রোগী সেবার জন্যে পূর্বের আদেশ বাতিল হওয়ায় তাদেরও বেকার হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কারণ ইছালী ও রামনগর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের কোন স্থাপনা নেই। সিভিল সার্জন ডাক্তার গোপেন্দ্র নাথ আচার্যের দাবি, এক ডাক্তারও বেকার থাকবে না। যেহেতু ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে স্থাপনা নেই, সেহেতু তাদের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সেবার কাজে নিয়োজিত করা হবে। সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভর্তি রেখে চিকিৎসার ব্যবস্থা না থাকলেও বহির্বিভাগ চালু আছে। সেখানে তারা রোগীদের সেবা দিবেন। উপজেলা পর্যায়ে রোগীরা সেবা পেলে জেলা হাসপাতালে চাপ কমবে।
×