ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাইক্রোচিপ দিয়ে তালা খোলা ...

প্রকাশিত: ০৬:২৪, ৩১ অক্টোবর ২০১৬

মাইক্রোচিপ দিয়ে তালা খোলা ...

হাতের ত্বকের নীচে খুদে মাইক্রোচিপ বসিয়ে খুলে ফেলা যাবে যে কোন তালা। এমনকি পাসওয়ার্ড ছাড়া খুলে ফেলা যাবে কম্পিউটার। নিজের হাতে এমন চিপ বসিয়ে তাক লাগিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার শ্যান্টি করপোরাল নামের এক নারী। এই প্রযুক্তিতে চিপের ভিতরে আইডেন্টিটি কোড প্রোগ্রাম করা রয়েছে। যা দিয়ে বন্ধ দরজা ও কম্পিউটার খুলে ফেলা সম্ভব। চিপটির আকৃতি চালের মতো। চিপ হাতে নিয়ে ঘুরলে নিরাপত্তা ব্যবস্থা ক্যামন হবে সে বিষয়ে কিছু জানা যায়নি। -ওয়েবসাইট
×