ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে পূজামন্ডপে হামলা ॥ হামলাকারী আটক

প্রকাশিত: ০২:১৫, ৩০ অক্টোবর ২০১৬

কিশোরগঞ্জে পূজামন্ডপে হামলা ॥ হামলাকারী আটক

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম কালীপূজা চলাকালে মন্ডপে হামলার ঘটনা ঘটেছে। মদ্যপ অবস্থায় রাজেশ কুমার দেব (৩০) নামে এক যুবক হামলা চালানোসহ চাপাতি দিয়ে কুপিয়ে ৪ জনকে গুরুতর আহত করেছে। তাদের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সদর উপজেলার সতাল এলাকার অগ্রগামী সংঘ পূজামন্ডপে এ ঘটনা ঘটে। এদিকে রবিবার দুপুরে পুলিশ হামলাকারীকে গ্রেফতার করেছে এবং হামলায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়েছে। পুলিশ ও সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, রাত সাড়ে তিনটার দিকে অগ্রগামী সংঘ পূজামন্ডপে কালীপূজার শেষ পর্যায়ের অনুষ্ঠান চলছিল। তখন সতাল এলাকার বাসিন্দা স্বপন কুমার দেবের ছেলে রাজেশ কুমার দেব মদ্যপ অবস্থায় মন্ডপে ঢুকে প্রথমে প্রসাদ নষ্ট করে। এক পর্যায়ে সে মূর্তির কাপড় তছনছ করাসহ উপস্থিত সবাইকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। এতে বাধা দিলে ওই যুবক পুরোহিত কুকিল চক্রবর্তীর ওপর হামলা চালায়। এ সময় পুরোহিত কুকিলের মুখের ভেতর প্রসাদ ও মদের বোতল ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলে তিনি দৌড়ে পাশের বাড়িতে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করেন। এরপর হামলাকারী পূজামন্ডপের কোষাধ্যক্ষ বাপ্পী দত্তকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় বাপ্পীর স্ত্রী মুক্তা ও মা নয়নতারা এগিয়ে আসলে হামলাকারী মুক্তার মাথার ডান পাশে চাপাতি দিয়ে কোপ দেয় এবং নয়নতারাকে কিল-ঘুষি ও লাথি মারে। একপর্যায়ে তাঁদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে হামলাকারী রাজেশকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। কিশোরগঞ্জ মডেল থানার অফিনার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, মন্ডপে হামলার ঘটনায় বাপ্পী দত্ত বাদী হয়ে একমাত্র আসামী রাজেশ কুমারের বিরুদ্ধে রবিবার দুপুরে থানায় মামলা (নং-৪২(১০) ২০১৬ দায়ের করেছেন। পুলিশ হামলাকারীকে গ্রেফতার করাসহ হামলায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করেছে।
×