ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিসি ক্যামেরায় ইয়াবা রাখার দৃশ্য

ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টা ॥ গণধোলাই খেল এএসআই

প্রকাশিত: ০৫:৫৭, ২৭ অক্টোবর ২০১৬

ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টা ॥ গণধোলাই খেল এএসআই

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চৌগাছায় ব্যবসায়ীকে ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসানোর চেষ্টা করায় গণধোলাইয়ের শিকার হয়েছে থানার এএসআই সিরাজ। শেষমেশ তিনি দৌড়ে পালিয়ে রক্ষা পান। ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসানোর ঘটনা ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরায় ধরা পড়ে। প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসানোর ঘটনায় বাজার ব্যবসায়ী সমিতি ও ব্যবসায়ীরা ফুঁসে ওঠে। তারা দফায় দফায় চৌগাছা বাজারে বিক্ষোভ করে প্রতিবাদ জানায়। ব্যবসায়ীদের চাপে অভিযুক্ত দারোগাকে যশোর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে যশোরের চৌগাছা বাজারে। প্রত্যক্ষদর্শী ও একাধিক সূত্র জানায়, বুধবার বেলা ১২টায় চৌগাছা থানার এএসআই সিরাজ তার এক সোর্স নিয়ে মোটরসাইকেলে চৌগাছা বাজারে যায়। বাজারের প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান সুপার ইলেট্রনিক্স এ্যান্ড ভ্যারাইটি স্টোরের অদূরে তিনি মোটরসাইকেল রেখে তার সোর্সকে ওই প্রতিষ্ঠানে পাঠায়। ওই সোর্স কৌশলে ব্যবসা প্রতিষ্ঠানের একটি স্থানে ইয়াবা ট্যাবলেট রেখে দেয়। কিছুক্ষণ পরই এএসআই সিরাজ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে দোকান মালিক রাবনকে বলে আপনি ইয়াবা ব্যবসা করেন। আপনার দোকানে ইয়াবা আছে। আমি সার্চ করব। কিছুক্ষণ পর দোকানের একটি স্থান থেকে ইয়াবা ট্যাবলেট বের করে। এরপর রাবনকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় আশপাশের ব্যবসায়ীরা ছুটে এসে চ্যালেঞ্জ করেন। একপর্যায় ব্যবসা প্রতিষ্ঠানে রাখা সিসি ক্যামেরায় ধরা পড়ে ইয়াবা রাখার নাটক ও সোর্সের অবস্থান। এটি দেখে ব্যবসায়ীরা ফুঁসে উঠেন। অবস্থা বেগতিক দেখে ওই দারোগা ও সোর্স পালানোর চেষ্টা করে। কিন্তু উত্তেজিত ব্যবসায়ীরা ওই দারোগাকে ধরে গণধোলাই দেয়। কিন্তু সোর্স পালিয়ে যেতে সক্ষম হয়। একপর্যায় বাজারের ভেতর দিয়ে দৌড়ে পালিয়ে রক্ষা পায় ওই দারোগা।
×