ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাবেক এমপি মুক্তিযোদ্ধা সাদী চৌধুরীর দাফন সম্পন্ন

প্রকাশিত: ০৪:১৯, ১৯ অক্টোবর ২০১৬

সাবেক এমপি মুক্তিযোদ্ধা সাদী চৌধুরীর দাফন সম্পন্ন

হবিগঞ্জের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান রব ওরফে সাদী চৌধুরীর লাশ মঙ্গলবার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। খবর বাসসর। মরহুম সাদী চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে মরহুমের প্রতি রাষ্ট্রপতির পক্ষে সহকারী সামরিক সচিব শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। তিনি ৭৪ বছর বয়সে সোমবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি দুই পুত্র, এক কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপের পক্ষে হুইপ মোঃ আতিউর রহমান আতিক ও মোঃ শাহাব উদ্দিন এবং বিরোধীদলীয় নেতার পক্ষে সংসদ সদস্য নূরুল ইসলাম ওমর, জাতীয় সমাজতান্ত্রিক দলের পক্ষে মইন উদ্দিন খান বাদলসহ দলীয় নেতৃবৃন্দ মরহুমের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এর আগে মরহুমের রাজনৈতিক কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন হুইপ শাহাব উদ্দিন, বেগম আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ও সুলতান মোহাম্মাদ মনসুর। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
×