ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হিরোশিমায় ওবামার পুষ্পচিত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমার ধ্বংসযজ্ঞের জন্য হিরোশিমা সফরে ক্ষমা চাননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তারপরও জাপানীরা দুই লাখ সালভিয়া ফুলে বারাক ওবামার ‘পুষ্পচিত্র’ গড়েছে শান্তির বার্তা পৌঁছে দিতে। খবর ওয়েবসাইটের। ওবামাকে

প্রকাশিত: ০৭:০২, ৭ অক্টোবর ২০১৬

হিরোশিমায় ওবামার পুষ্পচিত্র  দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমার ধ্বংসযজ্ঞের জন্য হিরোশিমা সফরে ক্ষমা চাননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তারপরও জাপানীরা দুই লাখ সালভিয়া ফুলে বারাক ওবামার ‘পুষ্পচিত্র’ গড়েছে শান্তির বার্তা পৌঁছে দিতে। খবর ওয়েবসাইটের। ওবামাকে

দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমার ধ্বংসযজ্ঞের জন্য হিরোশিমা সফরে ক্ষমা চাননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তারপরও জাপানীরা দুই লাখ সালভিয়া ফুলে বারাক ওবামার ‘পুষ্পচিত্র’ গড়েছে শান্তির বার্তা পৌঁছে দিতে। খবর ওয়েবসাইটের। ওবামাকে নিয়ে এই পুষ্পচিত্রের প্রদর্শনী দেখতে হিরোশিমার ‘সেরা পার্কে’ দর্শনার্থীদের ভিড় জমেছে বলে খবর দিয়েছে জাপানী সংবাদমাধ্যমগুলো। আশাহি শিম্বুন জানিয়েছে, ১০০ মিটার বাই ৫০ মিটার আয়তনের জমিতে লাল, সাদা আর নীল সালভিয়া ফুলে ফুটিয়ে তোলা হয়েছে ওবামাকে। সঙ্গে আছে ধ্বংসযজ্ঞে টিকে যাওয়া একমাত্র দালান সেই হিরোশিমা ডোম, শান্তির প্রতীক একটি কাগজের সারস আর জাপানী হরফে লেখা ‘শান্তি’ শব্দটি। ১৯৪৫ সালের ৬ আগস্ট এই হিরোশিমায় যুক্তরাষ্ট্রের ছুড়ে দেয়া পারমাণবিক বোমায় ১ লাখ ৪০ হাজার মানুষ মারা যায়। এর তিন দিন পর নাগাসাকিতে আরও একটি বোমায় ৭৪ হাজার মানুষ নিহত হয়। জি-৭ সম্মেলনে যোগ দিতে গত ২৭ মে হিরোশিমায় আসার আগে ওবামা বলেছিলেন, যে কোন যুদ্ধের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সে সময়ের নেতারা নিয়ে থাকেন। তার হিরোশিমা সফরের উদ্দেশ্য অতীতে ফিরে যাওয়া নয়। আর হিরোশিমায় এসে তিনি বলেছিলেন, এখানে যাদের মৃত্যু হয়েছে, তারাও আমাদের মতো সাধারণ মানুষ ছিল। সাধারণরা এই কথা আজ ভাল করে বুঝেছে বলে তারা আর কোন যুদ্ধ চায় না। নৃশংসতা যে কখনও গ্রহণযোগ্য হতে পারে না সেই শিক্ষা সন্তানদের দেয়ার পরামর্শ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। নতুন প্রজাতির গেছোব্যাঙ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে নতুন প্রজাতির গেছোব্যাঙের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। লিটোরিয়া বেলা বা কেপইয়র্ক গ্রেসফুল ট্রিফ্রগ নামে এই ব্যাঙের হাত ও পা কমলা রংয়ের এবং উরুর ভেতরের দিক চিত্রাভ বেগুনি। এই আকর্ষণীয় প্রাণীটি এর আগে বিজ্ঞানীদের পরীক্ষা-নিরীক্ষা থেকে বাদ পড়েছিল। কারণ তখন এটিকে গ্রেসফুল ট্রিফ্রগের (লিটোরিয়া গ্র্যাসিলেন্টা) দক্ষিণাঞ্চলীয় আত্মীয় বলে ভুল করা হয়েছিল। -এনডিটিভি তাইওয়ানের কর্মক্ষেত্রে ‘পেপার’ পেপার নামে মিনি রোবটগুলো বৃহস্পতিবার থেকে তাইওয়ানে কাজে যোগ দিয়েছে। চীনা-ভাষী এই রোবট রাজধানী তাইপের দুটি ব্যাংক ও একটি বীমা কোম্পানিতে কাজ করবে। ছোট আকৃতির সাদা রোবট লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকদের ‘আপনার সেবা করতে পারা আমার জন্য সম্মানের’ বলে অভ্যর্থনা জানাবে। জাপানী প্রতিষ্ঠান সফটব্যাংক ২০১৪ সালে রোবটটি আবিষ্কার করে এবং পরে এর ফরাসি সংস্থা এটিকে আরও উন্নত করে। জাপান ও ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন কর্মক্ষেত্রে ইতোমধ্যে কাজ করছে পেপার। -এএফপি
×