ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুবীর নন্দীর ‘আগমনীর ভোরে’

প্রকাশিত: ০৪:৪৫, ৪ অক্টোবর ২০১৬

সুবীর নন্দীর ‘আগমনীর ভোরে’

সংস্কৃতি ডেস্ক ॥ বাঙালি হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গোৎসবের প্রাক্কালে মহালয়ার অনুষ্ঠানকে কেন্দ্র করে ‘শারদ প্রাতে প্রণাম মাতে আগমনীর ভোর’-এ রকম গানের কথার গান করলেন বাংলাদেশের নন্দিত শিল্পী সুবীর নন্দী। দুর্গাপূজার আনন্দ দ্বিগুণ করতে গানটি বাজারে এনেছে ঈগল মিউজিক। মূলত মহালয়ার মধ্যদিয়েই দেবী দূর্গাকে মর্তে স্বাগত জানানো হয়। ঢাকার একটি স্টুডিওতে ধারণ করা এই গানের কথা লিখেছেন সিনিয়র সাংবাদিক প্রণব সাহা, সুর করেছেন রিপন চৌধুরী । সঙ্গীতায়োজন করেছেন মধু মুখার্জী। এ গান স¤পর্কে সুবীর নন্দী বলেন, গানের কথা, সুর ও সঙ্গীতায়োজন চমৎকার। এবারের দূর্গোৎসবে গানটি বিশেষ মাত্রা যোগ করবে বলে আমি মনে করি।
×