ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুর্গাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা

প্রকাশিত: ২০:৫৪, ৩০ সেপ্টেম্বর ২০১৬

দুর্গাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর(নেত্রকোনা) ॥ নেত্রকোনায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যাক্তিদের গ্রেফতার ও দৃষ্ঠান্ত মূলক শাস্তির দাবীতে আজ শুক্রবার দুর্গাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। দুর্গাপুর পৌর শহরের দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপি মানববন্ধন করা হয়। পরে দুর্গাপুর প্রেসক্লাবে প্রতিবাদ সভা হয়। এতে প্রেসক্লাব সভাপতি মোঃ মোহন মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন এস এম রফিকুল ইসলাম, নিতাই সাহা, মাইকেল পি বাউল, রাখি দ্রং, জীবন রাংসা, নির্মলেন্দু সরকার বাবুল, ধ্রুব সরকার, এন সি সরকার, জামাল তালুকদার, মোঃ সাইদুল ইসলাম, কামরুল ইসলাম, এম এ রহমান, আ ফ ম শফিউল্ল্যাহ, সুমল রায়, মাসুম বিল্লাহ্, পল্টন হাজং, বিজন কৃষ্ণ রায়, ওয়ালী হাসান, প্রমূখ। গত ২৩ সেপ্টেম্বর নেত্রকোনা পাবলিক হলে মহিলা আওয়ামীলীগের জেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষনা করাকে কেন্দ্র করে এক পক্ষ কমিটি মানি না, মানি না বলে শ্লোগান দিয়ে চেয়ার ছোড়াছোড়ি করে। এর ছবি ও ভিডিও চিত্র ধারণ করতে গেলে গণমাধ্যাম কর্মীদের উপর চেয়ার নিয়ে হামলা করা হয়। এ সময় ইত্তেফাকের জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল ও প্রথম আলোর নেত্রকোনা জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্ত্তী আহত হন।
×