ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

না’গঞ্জে ৭ খুন

তদন্ত কর্মকর্তাকে আসামি পক্ষের উকিলদের জেরা

প্রকাশিত: ০৮:৩৭, ৩০ সেপ্টেম্বর ২০১৬

তদন্ত কর্মকর্তাকে আসামি পক্ষের উকিলদের জেরা

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২৯ সেপ্টেম্বর ॥ না’গঞ্জে বহুল আলোচিত সাত খুন মামলায় তদন্ত কর্মকর্তাকে আসামিপক্ষের আইনজীবীদের জেরা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার আসামি র‌্যাব-১১’র সাবেক অধিনায়ক তারেক সাঈদের আইনজীবী তাকে জেরা করেন। এছাড়া আসামি লে. কমান্ডার (অব) মাসুদ রানা ও প্রধান আসামি নূর হোসেনের আইনজীবীও জেরা করেন। তবে নূর হোসেনের আইনজীবীর জেরা সম্পন্ন হয়নি। আগামী ৩ অক্টোবর নূর হোসেনের আইনজীবী আবারও তদন্ত কর্মকর্তাকে জেরা করবেন। জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে সকাল পৌনে দশটায় মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশীদ ম-লকে জেরা শুরু করেন আসামি পক্ষের আইনজীবীরা। সকাল সাড়ে নয়টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই মামলার প্রধান আসামি নূর হোসেন ও র‌্যাবের চাকরিচ্যুত তিন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ, লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা ও মেজর আরিফ হোসেনসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়।
×