ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টিভি শোতে বলিউড অভিনেত্রীকে গায়ের রং নিয়ে পরিহাস

প্রকাশিত: ০৬:৩১, ৩০ সেপ্টেম্বর ২০১৬

টিভি শোতে বলিউড অভিনেত্রীকে গায়ের রং নিয়ে পরিহাস

বলিউডের অভিনেত্রী তন্নিষ্ঠা চ্যাটার্জি জানিয়েছেন, ভারতের একটি টেলিভিশন শোতে তার গায়ের শ্যামলা রং নিয়ে ক্রমাগত পরিহাসের শিকার হওয়ার পর তিনি মাঝপথে ওই শো ছেড়ে বেরিয়ে এসেছেন। ‘পার্চড’ ছবির অভিনেত্রী তন্নিষ্ঠা বুধবার নিজের ফেসবুক পোস্টে বিশদ বর্ণনা করেছেন কীভাবে ওই শোতে তাকে ‘রোস্ট’ করার নামে তার গায়ের রং নিয়ে রীতিমতো ‘বুলি’ করা হয়েছে। খবর বিবিসির। তন্নিষ্ঠা জানিয়েছেন, নিজের ছবির প্রোমোশন করতেই তিনি ‘কমেডি নাইটস বাঁচাও’ নামে টেলিভিশন শোতে যেতে রাজি হয়েছিলেন। তাকে এটাও জানানো হয়েছিল, এই শোর ফর্ম্যাটটাই হলো ‘ইনসাল্ট কমেডি’ ধাঁচের অর্থাৎ যেখানে অতিথিকে অপমান করেই ঠাট্টা মশকরা করা হয়। কিন্তু তন্নিষ্ঠা ঠিক যে ধাঁচের কমেডি আশা করে সেখানে যান, বাস্তব অভিজ্ঞতা তার সঙ্গে মেলেনি। ওই শোতে তার গায়ের শ্যামলা রংয়ের প্রতি ইঙ্গিত করে প্রথমেই তাকে জিজ্ঞেস করা হয়, ‘আপনি নিশ্চয়ই জাম খেতে খুব ভালবাসেন? ছোটবেলায় কত জাম খেয়েছিলেন আপনি?’ এবং তারপর ওই জাতীয় আরও নানা প্রশ্ন। তন্নিষ্ঠা চ্যাটার্জির বক্তব্য, ‘আমি ভাবতেই পারিনি জাতীয় টেলিভিশনে প্রচারিত হয়, এমন একটি কমেডি শোর অনুষ্ঠানে ২০১৬ সালে আমি মুম্বাইতে বসে আছি, আর সেখানে এমন একটা পশ্চাদমুখী ও বর্ণবাদী পরিবেশ বিরাজ করছে।’ শোতে আরও দুটো সেগমেন্টে ধরে এই হেনস্থা সহ্য করার পর তন্নিষ্ঠা চ্যাটার্জি আর নিজেকে ধরে রাখতে পারেননি, তিনি আয়োজকদের জানিয়ে দেন তিনি শো ছেড়ে চলে যাচ্ছেন। আয়োজকরা তখন তাকে বলেন, ‘আপনাকে তো আগেই বলা হয়েছিল এখানে ‘রোস্ট’ করা হবে’। তন্নিষ্ঠা তখন পাল্টা যুক্তি দেন, ‘কাউকে বাক্যবাণে স্যাঁকা আর গায়ের রং নিয়ে ‘বুলি’ করাটা মোটেই এক জিনিস নয়’। অভিনেত্রী তন্নিষ্ঠা চ্যাটার্জি ফেসবুকে এদিন আরও লিখেছেন, ‘যে দেশে ফর্সা হওয়ার ক্রিম দেদার বিক্রি হয়, বিয়ের বিজ্ঞাপনে সব সময় ফর্সা পাত্রপাত্রী খোঁজা হয়, যেখানে কালো গায়ের রংয়ের জন্য লোকে চাকরি পায় না এবং যে দেশে জাত-পাতের সঙ্গে গায়ের রংয়ের গভীর সম্পর্ক আছে বলে মনে করা হয় সেখানে কারও গায়ের রং নিয়ে ঠাট্টা-মশকরাকে কখনই ‘রোস্ট’ বলা যায় না!’ এই প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন, অতীতে তাকে এমন প্রশ্নও শুনতে হয়েছে, ‘তোমার বাবার পদবী চ্যাটার্জি আর মায়ের পদবী মৈত্র, কিন্তু দুজনেই ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও তোমার গায়ের রং ফর্সা হলো না কেন?’ ২০০৩ সালে অভিনয় শুরু করেন তন্নিষ্ঠা। ব্রিটিশ পরিচালকের তৈরি ব্রিকলেনসহ বেশ কিছু বিদেশী প্রযোজকের ছবিতে অভিনয় করেছেন তিনি।
×