ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাটোরে দুই ভাই হত্যা মামলার ৩ আসামি আটক

প্রকাশিত: ২৩:৩৭, ২৫ সেপ্টেম্বর ২০১৬

নাটোরে দুই ভাই হত্যা মামলার ৩ আসামি আটক

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ নাটোরের সিংড়ায় সাবেক ইউপি সদস্য মোজাফর হোসেন মোজাই এবং হাসেন আলী নামে চাঞ্চল্যকর দুই ভাই হত্যা মামলার ৩ আসামীকে আটক করেছে ৠাব-৫। আজ রোববার ভোরে সিংড়া উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, বগুড়া শাজাহানপুর এলাকার আকবর আলীর ছেলে শামিম ফকির ওরফে ভাগ্নে শামিম (৩১), সিংড়া উপজেলার বালুয়া-বাসুয়া এলাকার জায়েদ আলীর ছেলে শাহাদত সরকার ওরফে ভুট্টু (৩৯) এবং বড়গ্রাম এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে রুহুল আমীন (৪৫)। ৠাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার এএসপি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যা ব-৫ এর একটি দল রোববার ভোরে সিংড়া উপজেলার বালুয়া-বাসুয়া এলাকা থেকে শামীম ফকির ওরফে ভাগ্নে শামীম, শাহাদৎ হোসেন ভুট্টু ও রুহুল আমিনকে আটক করে। এর মধ্যে ভাগ্নে শামীম ও ভুট্টু সরসরি দুই ভাইকে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। রোববার দুপুরে আটককৃতদের নাটোর র্যা ব ক্যাম্পে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এসময় শামীম ফকির ওরফে ভাগ্নে শামীম হত্যাকান্ডের পুরো ঘটনা বর্ননা করেন।
×