ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যায় বিক্ষোভে একজন নিহত!

প্রকাশিত: ১৮:২৭, ২২ সেপ্টেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যায় বিক্ষোভে একজন নিহত!

অনলাইন ডেস্ক॥ পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনায় ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন। গুলিতে কৃষ্ণাঙ্গ নিহত হওয়াকে কেন্দ্র করে স্থানীয় সময় বুধবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গুলিবিদ্ধ ব্যক্তি এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তিনি মারা যাননি। তবে তার পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, রাতে উত্তর ক্যারোলিনার চার্লটে রাতে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ ও গুলি চালায় পুলিশ। একজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে কিথ ল্যামন্ট স্কট নামে এক বেসামরিক নাগরিক পুলিশের গুলিতে নিহত হন। পুলিশের দাবি, গুলি করার আগে বেশ কয়েকবার সতর্ক করা হয় তাকে তিনি যেন তার অস্ত্র ফেলে দেন। নির্দেশ অমান্য করায় তাকে গুলি করতে বাধ্য হয় পুলিশ। তবে স্কটের পরিবার এ দাবি অস্বীকার করে জানায়, স্কট সেখানে বই পড়ছিল। আন্দোলনের সঙ্গে তার কোনোরকম সম্পৃক্ততা নেই। এ নিয়ে ওই রাতেই বিক্ষোভে ফেটে পড়েন কৃষ্ণাঙ্গরা। এ সময় ১৬ পুলিশ কর্মকর্তা আহত হন।
×