ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তবু আজহারই অধিনায়ক

প্রকাশিত: ০৭:১৭, ২২ সেপ্টেম্বর ২০১৬

তবু আজহারই অধিনায়ক

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্টের ‘নাম্বার ওয়ান’ পাকিস্তান ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বরে। তবু আমিরাতে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অধিনায়ক থাকছেন আজহার আলী। ইংল্যান্ড সফরে ৪-১এ সিরিজ হারের পর পাকিস্তান বোর্ডের (পিসিবির) পক্ষ থেকে আজহারকে পরামর্শ দেয়া হয়েছিল, যাতে নেতৃত্ব ছেড়ে দিয়ে ব্যাটিংয়ের দিকে বেশি মনযোগী হন; কিন্তু তিনি সেটি গ্রহণ করেননি। বরং, নেতৃত্ব চালিয়ে যাওয়ার কথা বলেন। এ কারণেই পিসিবি ভিন্ন কোন সিদ্ধান্ত না নিয়ে এই সিরিজের জন্য আজহারকেই নেতৃত্বে রেখে দিয়েছে। কারণ, বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খান হার্ট সার্জারি করার পর সেরে ওঠার জন্য অপেক্ষায়। তার অনুপস্থিতিতে কঠোর কোন সিদ্ধান্ত সম্ভব নয়। পিসিবির গঠনতন্ত্রেই স্পষ্ট বলা আছে, পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক নিয়োগ কিংবা অপসারণ করার ক্ষমতা একমাত্র রয়েছে বোর্ড চেয়ারম্যানেরই। ২০১৫ সালে বিশ্বকাপে মিসবাহ-উল হক অবসর নিলে আজহারকে ওয়ানডে দলের দায়িত্ব দেয়া হয়। এ পর্যন্ত ৮ সিরিজে নেতৃত্ব দেন তিনি। দুর্ভাগ্যের বিষয় হলো, এর মধ্যে জিম্বাবুইয়ের বিপক্ষে দু’বার এবং শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে ১ বার করে সিরিজ জিততে পেরেছে তার দল। সর্বশেষ ইংল্যান্ডের কাছে হেরে যাওয়া পাকিস্তান র‌্যাঙ্কিংয়ের তলানির দিকে। আমিরাতে টি২০ শেষে উইন্ডিজের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে (৩০ সেপ্টেম্বর-৫ অক্টোবর) খেলবেন আজহারা।
×