ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্টামফোর্ডে সাইবার ক্রাইম প্রিভেনশন ওরিয়েন্টেশন

প্রকাশিত: ০৭:০২, ১১ সেপ্টেম্বর ২০১৬

স্টামফোর্ডে সাইবার ক্রাইম প্রিভেনশন ওরিয়েন্টেশন

সম্প্রতি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ধানম-ি ক্যাম্পাসে ‘স্টামফোর্ড ইয়েস গ্রুপ’ কর্তৃক আয়োজিত ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ‘সাইবার ক্রাইম প্রিভেনশন এ্যান্ড এ্যান্টি কারাপশন ডকুমেন্টারি শো’ শীর্ষক এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ট্রাস্টি বোর্ডের সদস্য ফারহানাজ ফিরোজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টুডেন্ট এ্যাফেয়ার্স এ্যাডভাইজার রেহানা আক্তার, সভাপতিত্ব করেন স্টামফোর্ড ইয়েস গ্রুপের উপদেষ্টা ইমরানা ইসলাম। ওই অনুষ্ঠানে ৬টি দুর্নীতিবিরোধী ডকুমেন্টারি শো প্রদর্শন করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে- সাইবার ক্রাইম কি? কিভাবে সাইবার ক্রাইম থেকে উত্তরণ সম্ভব এবং আমাদের করণীয় কি? এই বিষয়ে আলোকপাত ও দিকনির্শেনা প্রদান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইয়েস গ্রুপের সদস্যরা, শিক্ষকরা, কর্মকর্তারা ও শিক্ষার্থীরা। ক্যাম্পাস প্রতিবেদক
×