ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নর্থ সাউথের প্রাক্তন ছাত্র সাকিব চার দিন ধরে নিখোঁজ

প্রকাশিত: ০৫:৩১, ১০ সেপ্টেম্বর ২০১৬

নর্থ সাউথের প্রাক্তন ছাত্র  সাকিব  চার দিন ধরে  নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৯ সেপ্টেম্বর ॥ নর্থ সাউথ ইউনিভার্সিটির বিজনেস বিভাগের সাবেক ছাত্র নাজমুস সাকিব (২৬) ৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার বাবার নাম আবদুল আলিম, বাউফল পৌর শহরের ৪ নং ওয়ার্ডের মুসলিমপাড়ায় তার বাড়ি। তার মা সেলিনা বেগম জানান, সাকিব ঢাকার বসুন্ধরা এলাকায় একটি ভাড়া বাসায় থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করত। ২০১৪ সালে ওই ইউনিভার্সিটি থেকে পাস করার পর বরিশাল শহরে বড় বোনের বাসায় থাকত। সাকিব গত ৫ সেপ্টেম্বর রাতে ঢাকার বসুন্ধরা এলাকায় ওই ভাড়া বাসায় যাওয়ার উদ্দেশ্যে বরিশাল সদরঘাট থেকে পারাবত-১২ নামের একটি দোতলা লঞ্চের ৪০২ নম্বরের কেবিনে উঠেন। ওই রাতে সাকিবের ০১৭৩৯৮৪৫৯৭৬ নম্বরের মোবাইল ফোনে তার মায়ের একাধিক বার কথাও হয়েছে। পরের দিন (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে সাকিবের সঙ্গে তার মায়ের শেষ কথা হয়। তখন সাকিব লঞ্চ থেকে ঢাকা সদরঘাট পন্টুনে নামছিলেন। এরপর থেকে তার ওই মোবাইল নম্বরটি বন্ধ পেয়ে পরিবারের সবাই বিচলিত হয়ে পড়েন। গত ৪ দিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মীয়-স্বজনের বাসায় খোঁজ নিয়েও তারা সাকিবের কোন সন্ধান করতে পারেননি। সাকিবের মা সেলিনা বেগম আরও জানান, ঢাকার বসুন্ধরা ওই ভাড়া বাসায় বর্তমানে অবস্থান করছেন সাকিবের এমন কয়েকজন বন্ধুর সঙ্গেও যোগাযোগ করা হলে সাকিব সেখানে যাননি বলে তাকে জানানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে তিনি বরিশাল কোতোয়ালি থানায় সাধারণ ডায়রি করার প্রস্তুতি নিচ্ছিলেন।
×