ঢাকা, বাংলাদেশ   রোববার ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পটিয়ায় সংখ্যালঘুর ব্যবসা প্রতিষ্ঠানের সন্ত্রাসীদের হামলা॥ লুটপাট

প্রকাশিত: ০২:৫০, ৬ সেপ্টেম্বর ২০১৬

পটিয়ায় সংখ্যালঘুর ব্যবসা প্রতিষ্ঠানের সন্ত্রাসীদের হামলা॥ লুটপাট

নিজস্ব সংবাদদাতা,পটিয়া ॥ জায়গার বিরোধকে কেন্দ্র করে চট্টগ্রামের পটিয়ায় এক সংখ্যালঘুর ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা ও বিকেল ৫টায় দুই দফায় পটিয়া থানার ১’শ গজের মধ্যে এই ঘটনা ঘটেছে। দিন দুপুরে সন্ত্রাসী হামলার ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতংক বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পটিয়া থানার ১’শ গজের মধ্যে কলেজ গেইট এলাকায় দীর্ঘদিন ধরে উপজেলার খরনা ইউনিয়নের বাসিন্দা প্রবাসী মো. আয়ুবের সঙ্গে জাহাঙ্গীর আলম ও সুখেন্দু দে’র মধ্যে বিরোধ চলে আসছিল। যা আদালতে মামলা বিচারাধীন। ইতোপূর্বে জাহাঙ্গীর আলম অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে পটিয়া আদালতে একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার দুপুরে ১৫-২০ জন ভাড়াটে সন্ত্রাসী মহড়া দিয়ে সংখ্যালঘু সুখেন্দু দে’র জনপ্রিয় মিষ্টি ভান্ডারের ক্যাশের টাকা লুট করে নেয় এবং ব্যবসায়ীর মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ঘটনার সময় পটিয়া থানার উপ-পরিদর্শক খাজু মিয়া উপস্থিত ছিলেন। হামলায় আহত হয়েছেন সুখেন্দু দে (৫৬) ও তানভীর গ্লাস হাউসের কর্মচারী জুয়েল (২৫)। সুখেন্দু দে জানিয়েছেন, ইতোপূর্বে সহকারী পুলিশ সুপার (পটিয়া সার্কেল) বরাবরে বৈঠক হয়েছে। অমিমাংসিত বৈঠকে উভয়পক্ষকে আদালতের স্মরণাপর্ণ হতে নির্দেশ দেন। পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি স্বীকার করে বলেন, জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে মূলত এই ঘটনা ঘটেছে। এই ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
×