ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাল্ক আমদানি পণ্যে ইডিএফ ঋণ পাবেন রফতানিকারকরা

প্রকাশিত: ০৩:৫৭, ৫ সেপ্টেম্বর ২০১৬

বাল্ক আমদানি পণ্যে ইডিএফ  ঋণ পাবেন রফতানিকারকরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে চাহিদা বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমায় আমদানির পরিমাণ বাড়ছে। সিমেন্টের কাঁচামাল, সব ধরনের ভোজ্য ও জ্বালানি তেল, বিটুমিন, কয়লাসহ বিভিন্ন খাদ্যপণ্যের চাহিদা বাড়ায় বাল্ক আকারে উৎপাদন উপকরণাদি আমদানি বাড়ছে। এসব আমদানির ক্ষেত্রে রফতানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) আওতায় বিশেষ সুবিধায় ঋণ পাবেন রফতানিকারকরা। রবিবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান কার্যালয় বরাবর এ প্রজ্ঞাপন পাঠানো হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, বাল্ক আকারে আমদানির বিপরীতে ইডিএফের আওতায় ঋণ সুবিধা প্রদানের ক্ষেত্রে গ্রাহক প্রতি সর্বোচ্চ সীমা নির্ধারিত রয়েছে।
×