ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাকিস্তানী পররাষ্ট্র সচিব আসছে না, ফের বৈঠক পেছাল

প্রকাশিত: ০৮:০৭, ৩১ আগস্ট ২০১৬

পাকিস্তানী পররাষ্ট্র সচিব আসছে না, ফের বৈঠক পেছাল

স্টাফ রিপোর্টার ॥ যুদ্ধাপরাধী মীর কাশেমের ফাঁসির রায় নিয়ে তোড়জোড়ের মধ্যেই পিছিয়ে গেল বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক (এফওসি)। এই নিয়ে গত আট মাসে চারবার পাকিস্তান প্রতিনিধি দলের ঢাকা সফরের তারিখ পরিবর্তন হলো। দীর্ঘ ছয় বছর পরে অনুষ্ঠিতব্য এফওসিতে অংশ নিতে পাক পররাষ্ট্র সচিব আইজাজ আহমেদ চৌধুরীর নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল বুধবার বিকেলে ঢাকায় আসার কথা ছিল। কিন্তু মঙ্গলবার রাতে পাকিস্তানের দিক থেকেই সফরটি স্থগিত করার কথা জানানো হয়েছে। মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন। মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, এর আগের এফওসি ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছিল। সে অনুযায়ী এবারের বৈঠকটি ঢাকাতেই আয়োজন করা হয়েছে। আমরাও প্রস্তুত ছিলাম। তবে হঠাৎ করেই মঙ্গলবার রাতে ইসলামাবাদ এফওসি স্থগিত করার অনুরোধ জানিয়েছে। তবে তারা এর কোন কারণ স্পষ্ট করেননি। দু’দেশের সুবিধাজনক সময়ে আবারও তারিখ নির্ধারণ করা হবে বলে জানান তিনি। সূত্র জানিয়েছে, বারবার যুদ্ধাপরাধের বিচারের নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে দু’দেশের সম্পর্ক এক ধরনের তিক্ততায় নিয়ে গেছে পাকিস্তান। বারবার তারিখ পেছানোর পর যখন আবার এফওসি’র চূড়ান্ত তারিখ ঠিক হলো, তখনই ঢাকায় আরেক যুদ্ধাপরাধীর ফাঁসির রায় ঘোষণা হয়েছে। এমন অবস্থায় ঢাকায় এসে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে চাইছেন না পাক পররাষ্ট্রসচিব।
×