ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্লক মার্কেটে ৩১ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ২৩:৫৮, ৩০ আগস্ট ২০১৬

ব্লক মার্কেটে ৩১ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্লক মার্কেটে মঙ্গলবার ৫ কোম্পানি ও এক মিউচুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ৫১ লাখ ৮ হাজার ৩৮১টি শেয়ার বা ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৩১ কোটি ৬৩ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, মঙ্গলবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি আইসিবি সেকেন্ড এনআরবি মিউচুয়াল ফান্ড লেনদেন করেছে। এই ফান্ড ৩০ লাখ ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২ কোটি ৫২ লাখ টাকা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ডেল্টা ব্র্যাক হাউজিং লিমিটেড। কোম্পানিটি ১২ লাখ ৭২ হাজার ৮৩৯টি শেয়ার লেনদেন করে। যার আর্থিক মূল্য ১৪ কোটি ১৫ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা আইডিএলসি ফিন্যান্স ৭ লাখ ৫৭ হাজার ৭৪২টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৪ কোটি ৭৫ লাখ টাকা। ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বার্জার পেইন্টস, জেমিনি সি ও রেনেটা লিমিটেড।
×