ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত, রাজশাহীর টি-বাঁধে ফাটল

প্রকাশিত: ২১:০৪, ২৮ আগস্ট ২০১৬

পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত, রাজশাহীর টি-বাঁধে ফাটল

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রাজশাহী পয়েন্টে বিপদসীমা প্রায় ছুতে চলেছে পদ্মা। এরইমধ্যে মহানগরীর বুলনপুর এলাকায় অবস্থিত শহর রক্ষা ‘টি-বাঁধে ফটল দেখা দিয়েছে। পানির স্রোতে বাঁধের নিজ থেকে ব্লক সরে গিয়ে এ ফাটল দেখা দেয়। সেখানে জিও ব্যাগ ফেলে ধস নামা থেকে রক্ষার চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। রবিবার সকালে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুখলেছুর রহমানসহ কর্মকর্তারা বাঁধ পরিদর্শণ করেন। নির্বাহী প্রকৌশলী মুখলেছুর রহমান বলেন, পদ্মার প্রবল স্রোতে টি-বাঁধের উজান সাইডে নিজ থেকে কিছু ব্লক সরে গেছে। এতে সামান্য ফটল দেখা দিয়েছে। জিও ব্যাগ ফেলে সেটি রক্ষা করার চেষ্টা চলছে। তবে এখনো নিয়ন্ত্রণে রয়েছে। আতঙ্কিত হওয়ার মত কিছু এখনো হয়নি বলে জানান তিনি। নির্বাহী প্রকৌশলী আরও বলেন, রাজশাহী পয়েন্টে পদ্মায় পানি বৃদ্ধির গতি কমে এসেছে। গত ২৪ ঘন্টায় ৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পয়েছে। রবিবার দুপুরে রাজশাহীতে পদ্মার পানির উচ্চতা ছিল ১৮ মিটার ৪৬ সেন্টিমিটার। যা বিপদসীমার ৪ সেন্টিমিটার নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান তিনি।
×