ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেড়ায় সোনালী আঁশে কৃষক হাসে

প্রকাশিত: ১৮:৩২, ২৮ আগস্ট ২০১৬

বেড়ায় সোনালী আঁশে কৃষক হাসে

সংবাদদাতা, বেড়া, পাবনা ॥ গেল কয়েক বছর ধরে লোকসান গুনতে গুনতে সোনালী আঁশ খ্যাত পাট নিয়ে হতাশ হয়ে পড়েছিলেন পাবনার বেড়া উপজেলার কৃষকরা। কিন্তু এ বছর ফলন ও দাম দুটোই ভালো হওয়ায় কৃষকদের মলিন মুখে হাসি ফুটেছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পাট উৎপাদন হয়েছে বেড়ায়। এরই মধ্যে উপজেলার বিভিন্ন হাট-বাজারে নতুন পাট উঠতে শুরু করেছে। বাজারে নতুন পাট বিক্রির শুরুতেই বাড়তি দামে সোনালী স্বপ্ন দেখছেন কৃষকরা। তবে চারিদিকে এখনও সবুজের সমারোহ। মাঠে মাঠে পাট কাটা, জাগ দেওয়া ও শুকানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এ বছর বেড়া উপজেলায় পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল ১ হাজার ৬৮৩ হেক্টর জমিতে। উৎপাদন নির্ধারিত আছে ১৮ হাজার ৫৯০ দশমিক ৩ বেল পাট। এ উপজেলায় দেশী জাতের পাট আবাদ করা হয়েছে ১ হেক্টর জমিতে, উৎপাদন আশা করা হয়েছে ১০ বেল, তোষা জাতের আবাদ হয়েছে ১ হাজার ৬৮০ হেক্টর, উৎপাদন হয়েছে ১৮ হাজার ৫৬৪ বেল পাট। মেস্তা পাটের চাষ হয়েছে ০২ হেক্টর, উৎপাদন ধরা আছে ১৭ বেল পাট। বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, সময়মত কৃষকরা সারবীজ পাওয়ায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে ৫৫০ হেক্টর পাটের আবাদ ও উৎপাদন বেশি হয়েছে।
×