ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালের শাহী ৯৯ পার্কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

প্রকাশিত: ২৩:১১, ৩১ জুলাই ২০১৬

বরিশালের শাহী ৯৯ পার্কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সাম্প্রতিক সময়ে দেশের মধ্যে কয়েকটি জঙ্গী হামলার ঘটনায় উত্তর বরিশালের একমাত্র বিনোদন কেন্দ্র শাহী ৯৯ পার্কে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ রবিবার সকালে পার্কের প্রবেশ পথে বিশেষ প্রশিক্ষনপ্রাপ্ত নিরাপত্তা কর্মীদের মাঝে আধুনিক হ্যান্ড হেল্ড মেটাল ডিরেক্টর (স্ক্যানার) প্রদান করেছেন পার্ক নির্মাতা শামীম আহমেদ। তিনি জানান পার্কে আশা দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষে পার্ক এলাকায় বাড়ানো হয়েছে সিসি ক্যামেরা ও নিজস্ব নিরাপত্তা কর্মীর সংখ্যা। পার্কে প্রবেশের সময় দর্শনার্থীদের দেহ তল্লাশীর জন্য স্ক্যানার মেশিনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আগামী কয়েকদিনের মধ্যে পার্কের দু’পাশের প্রবেশ দ্বারে বসানো হবে অত্যাধুনিক আর্চওয়ে (ইলেট্রনিক গেট)। দর্শনার্থীদের সুবিধার্থে পার্কটিকে ওয়াইফাই জোনের আওতায় আনার কাজ চলছে। সূত্রমতে, ২০১২ সালে মায়ের জন্মস্থানের সম্মান বৃদ্ধি ও স্মৃতি রক্ষার্থে গৌরনদী উপজেলার বাটাজোর লক্ষনকাঠী গ্রামে শাহী ৯৯ পার্ক স্থাপন করেন শাহী ৯৯ জর্দ্দা কোম্পানীর স্বত্বাধিকারী শামীম আহমেদ।
×