ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে অনাহারে ৮০০ ভারতীয়

প্রকাশিত: ১৮:৪৫, ৩১ জুলাই ২০১৬

সৌদি আরবে অনাহারে ৮০০ ভারতীয়

অনলাইন ডেস্ক ॥ সৌদি আরবে কাজ করতে গিয়ে টানা তিন দিন হয়ে গেল, পেটে দানাপানি পড়েনি। চাকরি হারিয়ে এ রকম ৮০০ ভারতীয় খুব কষ্টে দিন যাপন করছেন মধ্যপ্রাচ্যের দেশটিতে। যদিও এ বিষয়ে এক ব্যক্তি টুইটারে খবরটি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে জানানোর পর সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। এরপরই সমস্যা সমাধানে জেদ্দা রওনা হয়েছেন কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিকে সিং। খবর টাইমস অব ইন্ডিয়ার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর, সম্প্রতি কিছু কারখানা শ্রমিকদের মজুরি না দিয়ে কারখানা বন্ধ করে দিয়েছে। এতে করে ৮০০ ভারতীয় নাগরিক সৌদি আরবের জেদ্দায় অনাহারের দিন অতিবাহিত করছেন। অবস্থা এমন পর্যায় পৌঁছেছে যে, টানা তিন দিন তারা না খেয়ে রয়েছেন। এক টুইট বার্তায় সুষমা স্বরাজকে এ কথা জানান এক ব্যক্তি। এরপরই পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ টুইট করে জানান, ‘সমস্যার সমাধানে আমার সহকর্মী ভিকে সিং সৌদি আরব যাচ্ছেন। সৌদি সরকারের সঙ্গে কথা বলছেন এমজে আকবর।’ একই সঙ্গে তিনি বলেছেন, ''আমি আশ্বস্ত করছি, সৌদি আরবে চাকরি হারানো কোনো ভারতীয় না খেয়ে থাকবেন না। আমি প্রতি ঘণ্টায় বিষয়টির উপর নজর রাখছি। আমার কাছে খবর রয়েছে, সৌদি আরব ও কুয়েতে চাকরির সমস্যায় রয়েছেন বহু ভারতীয়। তবে কুয়েতের সমস্যা সমাধান করা হয়েছে। কিন্তু সৌদি আরবে তারা খুব খারাপ পরিস্থিতিতে রয়েছেন।'' এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিহিত করার পর গতকাল শনিবার সৌদিতে অবস্থিত ইন্ডিয়ান অ্যামবেসি থেকে অনাহারিদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে জানানো হয়েছে।
×