ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৬:২৩, ৩১ জুলাই ২০১৬

ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকা লেনদেন

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২১টি কোম্পানি ও ৩ মিউচুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ১ কোটি ৪০ লাখ ৭৫ হাজার ১৭১টি শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ছিল ৩৪ কোটি ২১ লাখ ৬০ হাজার টাকা। ডিএসইর তথ্য অনুযায়ী, গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন করেছে এলআরবি গ্লোবাল মিউচুয়াল ফান্ড। এই ফান্ড ৬০ লাখ ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ছিল ৩ কোটি ৬৬ লাখ টাকা। গ্রিনডেল্টা মিউচুয়াল ফান্ড ১৫ লাখ ইউনিট লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে ফান্ডটি ৮২ লাখ টাকার ইউনিট লেনদেন করেছে। ব্র্যাক ব্যাংক ১৩ লাখ শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে ব্যাংকটি ৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। -অর্থনৈতিক রিপোর্টার সোস্যাল ইসলামী ব্যাংকের ইপিএস বেড়েছে দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত (জানুয়ারি-জুন ১৬) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)। প্রতিবেদন অনুযায়ী প্রায় ১১৫ শতাংশ ইপিএস বেড়েছে কোম্পানিটির। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, দ্বিতীয় প্রান্তিকে স্যোসাল ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৭৩ টাকা, শেয়ারপ্রতি সমন্বিত কার্যকারী নগদ প্রবাহের পরিমাণ হয়েছে (এনওসিএফপিএস) ১.১৮ টাকা নেগেটিভ এবং শেয়ারপ্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৬.৮৫ টাকা। যা আগের বছরে একই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ০.৩৪ টাকা, সমন্বিত এনওসিএফপিএস ছিল ০.৫২ টাকা নেগেটিভ এবং এনএভিপিএস ছিল ১৫.৮৭ টাকা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ০.৩৯ টাকা বা ১১৪.৭০ শতাংশ। এছাড়া গত তিন মাসে (এপ্রিল-জুন ১৬) এ কোম্পানির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৫৩ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×