ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্যাংক জালিয়তি : হাসিবুল গনিকে আত্মসমর্পণের নির্দেশ

প্রকাশিত: ০০:২০, ২৮ জুলাই ২০১৬

ব্যাংক জালিয়তি : হাসিবুল গনিকে আত্মসমর্পণের নির্দেশ

স্টাফ রিপোর্টার॥ বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় স্কাইভিউ লিমিটেডের মালিক সৈয়দ হাসিবুল গনি গালিবের হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন আপীল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে শুনানি করেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।আদেশে জামিন বাতিল করে তিনদিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া বেঁধে দেওয়া সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচারিককে (নিন্ম) নির্দেশনা দেয়া হয়েছে।গত জুন মাসে বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ হাসিবুল গণি গালিবের জামিন মঞ্জুর করেন। এরপর জামিন আদেশ কারাগারে গেলে তিনি কারামুক্তি পান। হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে লিভ টু আপীল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
×