ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সেঞ্চুরির রেকর্ডে ব্রাডম্যানের পাশে কুক

প্রকাশিত: ২০:০১, ২৩ জুলাই ২০১৬

সেঞ্চুরির রেকর্ডে ব্রাডম্যানের পাশে কুক

অনলাইন ডেস্ক ॥ প্রথম টেস্ট পাকিস্তানের বিপক্ষে হেরে গেলেও দ্বিতীয় টেস্টে বেশ ভালো ভাবেই ফিরেছে ইংল্যান্ড। আর দলের অধিনায়ক হয়ে ব্যাটিংয়ে বেশ ভালো ভাবেই নিজের দ্বায়িত্ব পালন করছেন অ্যালিস্টার কুক। শতকের পাশাপাশি কিংবদন্তি ডন ব্রাডম্যানের শতকের রেকর্ডও ছুঁয়ে ফেলেছেন তিনি। দ্বিতীয় টেস্টে কুক ১৭৫ বলে ১০৫ রান করে আউট হন। এটি তার টেস্টে ২৯তম সেঞ্চুরি। ২৯টি সেঞ্চুরি করতে কুকের ১৩১টি টেস্ট খেলতে হয়েছে যেখানে ব্রাডম্যান মাত্র ৫১ টেস্টেই তা করে ফেলেছিলেন। ব্রাডম্যানকে ছুঁয়ে ফেলা প্রসঙ্গে কুক বলেন, ‘ আমি কিছুতেই এটা তার (ব্রাডম্যানের) সাথে তুলনা করতে পারিনা, কারণ আমার থেকে অর্ধেক ম্যাচ খেলেই তিনি এটা করেছিলেন। তাই বলা যায়, এটা শুধুই ২৮টি সেঞ্চুরি পার হয়ে আসা, আর কিছুই না।’ কিছুদিন আগে ভারতের ব্যাটিং কিংবদন্তির শচীন টেন্ডুলকারের করা কনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টেস্টে প্রথম ১০ হাজার রানের রেকর্ড ভেঙেছেন কুক। মোহাম্মদ আমিরের বলে বোল্ড হওয়ার আগে কুক আরও একটি মাইলফলক ছুঁয়েছেন। ইংলিশদের অধিনায়ক হিসেবে সাদা পোশাকে নেতৃত্ব দিয়ে কুক ১১টি শতকের দেখা পেয়েছেন। তার আগে এই রেকর্ডের মালিক ছিলেন সাবেক ইংলিশদের অধিনায়ক কিংবদন্তি ব্যাটসম্যান গ্রাহাম গুচ ১১টি। এছাড়া আরও একটি রেকর্ডের পথে চলেছেন কুক। অধিনায়ক হিসেবে দেশের তৃতীয় সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে এ ম্যাচের মধ্যদিয়ে সাদা পোশাকে ৫০ তম ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করছেন তিনি। কুকের উপরে শুধু দু’জন অধিনায়ক রয়েছেন। ৫৪ ম্যাচে নেতৃত্ব দেওয়া মাইক আথারটন এবং ৫১ ম্যাচে নেতৃত্ব দেওয়া মাইকেল ভন।
×