ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বনানী ফ্লাইওভারে যান চাপায় পথচারীর মৃত্যু

প্রকাশিত: ০৮:৩৪, ২৩ জুলাই ২০১৬

বনানী ফ্লাইওভারে যান চাপায়  পথচারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বনানীর ফ্লাইওভারে সড়ক দুঘর্টনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। উত্তর বাড্ডায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে অফিস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, বনানী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তি নিহত হয়েছে। থানার এসআই শ্রীশান্ত চন্দ্র রায় ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শুক্রবার ভোরের দিকে কোন যানবাহনের চাপায় ওই ব্যক্তি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এখনও তার পরিচয় পাওয়া যায়নি বলে এসআই শ্রীশান্ত জানান। আগুন ॥ উত্তর বাড্ডায় মনপুরা স্কুল এ্যাণ্ড কলেজের অফিস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় তা নেভানো হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে ছয়তলা কলেজ ভবনের নিচতলায় ওই অফিস কক্ষে আগুন লাগে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতিকুর রহমান জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অফিস কক্ষে ধোঁয়া দেখতে পায়। তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। বাড্ডা থানার ওসি এম এ জলিল বলেন, অফিস কক্ষটি বন্ধ ছিল। ওই কক্ষ থেকে ধোঁয়া বেরোতে দেখলে স্থানীয়রা এসে দরজার তালা ভেঙ্গে আগুন নেভায়। তিনি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত করে জানানো হবে।
×