ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জের বাল্লায় নতুন স্থলবন্দর হচ্ছে

প্রকাশিত: ০৪:২২, ১৮ জুলাই ২০১৬

হবিগঞ্জের বাল্লায় নতুন স্থলবন্দর হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন স্থলবন্দর নির্মাণ করা হবে হবিগঞ্জের বাল্লায়। বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি ও রফতানির জন্য অবকাঠামোগত প্রয়োজনীয়তার পাশাপাশি স্টোরেজ ও পার্কিং সুবিধাদির জন্য হবিগঞ্জের বাল্লা স্থলবন্দরের উন্নয়নও করা হবে। ‘বাল্লা স্থলবন্দর উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেয়া হয়েছে। এতে মোট ব্যয় করা হবে ৬০ কোটি টাকা। চলতি সময় থেকে জুন-২০১৯ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ (বাস্থবক)। নানা কারণে নতুন স্থলবন্দরে ৬০ কোটি টাকা খরচ করা হবে। বাংলাদেশের সঙ্গে ভারতের চার হাজার ৯৫ কিলোমিটার, মিয়ানমারের সঙ্গে ২৫৬ কিলোমিটার এবং ৫৮০ কিলোমিটার উপকূলবর্তী সীমারেখা আছে। নিয়মিত ট্যুরিস্ট প্যাসেঞ্জার মুভমেন্টের মাধ্যমে প্রতিদিন ল্যান্ড কাস্টম স্টেশনগুলোর মাধ্যমে পণ্য আমদানি-রফতানি করা হয়ে থাকে। বাল্লা কাস্টমস স্টেশনটিকে সরকার বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অধীনে ২০১৬ সালে ল্যান্ডপোর্ট হিসেবে ঘোষণা করা হয়। প্রকল্পের আওতায় পাঁচ হাজার ৫৮২ দশমিক ৮৭ বর্গমিটার কার্যালয় অফিস ভবন নির্মাণ, চারটি কম্পিউটার, দুটি ল্যাপটপসহ ফার্নিচার কেনা হবে।
×