ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু পদক প্রাপ্ত মাছ চাষির অভয় আশ্রম থেকে জাটকা-অন্যান্য পোনা লুট

প্রকাশিত: ২০:২৯, ২৮ জুন ২০১৬

বঙ্গবন্ধু পদক প্রাপ্ত মাছ  চাষির অভয় আশ্রম থেকে জাটকা-অন্যান্য পোনা লুট

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ বঙ্গবন্ধু পদক প্রাপ্ত চিতল মাছের রেনুপোনা উৎপাদনকারী মাছ চাষি আশরাফ ডুবুরির পাকশী পদ্মা নদীর অভয় আশ্রম থেকে প্রভাবশালীরা রাতের অন্ধকারে পোনা মেরে নিচ্ছে। একইভাবে হার্ডিঞ্জ ব্রীজ থেকে পালিদেহা পর্যন্ত পদ্মানদীর প্রায় পাঁচ কিলোমিটার এলাকা থেকে ক্ষমতাশীন দলের ছত্রছায়ায় থাকা একটি লুটেরা চক্র সরকার নিষিদ্ধ ইলিশ মাছের পোনা বা জাটকা মেরে নিচ্ছে। দীর্ঘদিন থেকে এসব অপকমের্র মাধ্যমে পদ্মানদীকে মাছ শূণ্য করে তুললেও দেখার কেউ নেই। বরং দেখভালের দায়িত্বে যারা আছেন অজ্ঞাত কারণে তারাও নীরব ভুমিকা পালন করছেন। প্রত্যক্ষদর্শী,এলাকাবাসী ও আশরাফ ডুবুরির দেওয়া অভিযোগ সুত্রে এসবতথ্য জানা গেছে। মৎস্য অফিস,কর্মকর্তা-কর্মচারি, মৎস্য সমবায় সমিতি এবং সমিতির কর্মকর্তা-সদস্যরা থাকার পরও রাষ্ট্রীয় আইন অমান্য করা হয় কিভাবে? এ প্রশ্ন ঈশ্বরদীর প্রত্যেকটি সচেতন মানুষের । কোন ক্ষমতাবলে দীর্ঘদিন ধরে শতাধিক নৌকা যোগে নদী থেকে জাটকা ইলিশ বা পোনা ও অন্যান্য মাছের পোনা মেরে বিক্রি করা হচ্ছে? এতে পদ্মানদী মাছ শূণ্য হয়ে পড়ে দেশে মাছের আকাল হওয়ার আশংকা সৃষ্টি হচ্ছে। পক্ষান্তরে লুটেরা বাহিনীর সদস্যরা আঙ্গুল ফুলে কলা গাছ বনে যাচ্ছে । অভিযোগকারিরা প্রধান মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
×