ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত: ২০:৪৫, ২৫ জুন ২০১৬

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ

অনলাইন ডেস্ক॥ ৫ ওভারের মধ্যে ২১ রানে নেই ৪ উইকেট। সেই দল কি পরে ১০০ রানে জিততে পারে! এমন কাণ্ডই ঘটালো ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার লিগ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে এই ব্যবধানে হারিয়ে ক্যারিবিয়ানরা উঠে গেছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করে ড্যারেন ব্রাভো দলের সংগ্রহ বড় করেছেন আগে। পরে পেসার শ্যানন গ্যাব্রিয়েল ও স্পিনার সুনীল নারিন ধসিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের। রবিবারের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্বাগতিকরা। স্ট্রোকে ভরা ১০২ রানের ইনিংস খেলেছেন ব্রাভো। হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। তার ইনিংসের ওপর ভর করেই শুরুর ধাক্কা কাটিয়ে ৪৯.৫ ওভারে ২৮৫ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। বার্বাডোজের কেনসিংটন ওভালে নিজের মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছিলেন গ্যাব্রিয়েল। প্রোটিয়াদের টপ অর্ডার ভেঙেছেন তিনি। আতঙ্ক ছড়ানো চার ওভারে তিনি তুলে নিয়েছেন কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসি ও অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের উইকেট। এখান থেকে আর ফেরা হয়নি দক্ষিণ আফ্রিকার। শেষ পর্যন্ত ৪৬ ওভারে ১৮৬ রানে অল আউট হয়েছে তারা। ৪-১-১৩-৩। এই হলো নতুন বলে প্রথম ৪ ওভারে গ্যাব্রিয়েলের হিসেব। প্রথম ওভারেই কেবল উইকেট পাননি। চতুর্থ ওভারটি উইকেট মেইডেন। তাতে ডি কক, ডু প্লেসি ও ডি ভিলিয়ার্সের মতো ভয়ংকর ব্যাটসম্যানদের রানের যোগফল ১১! অফ স্পিনার নারিন ওপেনার হাশিম আমলাকেও (১৬) টিকতে দেননি। এভাবে একের পর এক উইকেট হারাতে হারাতে চলতে থাকে দক্ষিণ আফ্রিকার ইনিংস। ৩টি করে উইকেট নেন গ্যাব্রিয়েল ও নারিন। ৫ ওভারে ১৭ রান দিয়েছেন গ্যাব্রিয়েল। নারিন ১০ ওভারে দেন ২৮ রান। ৯৬ রানে ৭ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা শেষ উইকেটে ৫১ রানের জুটি গড়েছে। মর্নে মর্কেলের অপরাজিত ৩২ ও ইমরান তাহিরের ২৯ রান কেবল দলের সংগ্রহ বাড়িয়েছে। এর আগে কাগিসো রাবাদার তোপের মুখে ধসের সূচনা ক্যারিবিয়ান ইনিংসে। তিন নম্বরে ব্যাট করা ব্রাভো রুখে দাঁড়ান। কাইরন পোলার্ড সঙ্গ দেন তাকে। তাতে পঞ্চম উইকেটে ১৫৬ রানের জুটি গড়ে ওঠে। পোলার্ড ৬২ রানে বিদায় নেওয়ার পর সেঞ্চুরি হয় ব্রাভোর। তবে সেঞ্চুরির পরই বিদায় নেন তিনি। তার আগে ১২টি চার ও ৪ ছক্কায় মন জুড়িয়েছেন সমর্থকদের। অধিনায়ক জ্যাসন হোল্ডার ৪০ ও কার্লোস ব্রাথওয়েট অপরাজিত ৩৩ রানের ইনিংস খেলেছেন। শেষের আবার ঠিক ২১ রানেই ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তার মানে ৪৪ রানে ৮ উইকেট হারানোর পরও প্রায় তিন শ রান তাদের!
monarchmart
monarchmart

শীর্ষ সংবাদ:

সৌদিতে রমজানের চাঁদ দেখা যায়নি
কাউন্টারে নয়, ঈদে ট্রেনের টিকিট অনলাইনে
দুবাইয়ে গ্রেপ্তার হননি আরাভ খান
পৃথিবীর কোনো দেশেই গণতন্ত্র ত্রুটিমুক্ত নয় :ওবায়দুল কাদের
একনেকে ৯ প্রকল্প অনুমোদন
দেশবরেণ্য ভাস্কর শামীম শিকদার আর নেই
বিএনপি থেকে শওকত মাহমুদ বহিষ্কার
দেশে চালের অভাব নেই, কৃত্রিম সংকট করলে ব্যবস্থা :খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান
সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশন ৬ এপ্রিল
রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে রিট চেম্বার আদালতে খারিজ
শিবচরে ১৯ জনের প্রাণহানি,৩১ যানবাহনের বিরুদ্ধে মামলা
কর্মীদের চীনা ভিডিও অ্যাপ টিকটক ডিলিট করতে বলল বিবিসি